বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

উলফসবার্গকে ৪-০ গোলে উড়িয়ে মৌসুম শেষ করেছে জার্মান চ্যাম্পিয়নরা

আজকের কুমিল্লা ডট কম :
জুন ২৮, ২০২০
news-image

এহসান ফারুকী:

দুই ম্যাচ হাতে রেখে আগেই জার্মান বুন্দেসলিগার শিরোপা নিজেদের করে নিয়েছিলো জায়ান্ট বায়ার্ন মিউনিখ। তাই নিজেদের লিগের বাকি দুই ম্যাচ তাদেরকে কাছে ছিলো অনেকটা গা গরমের ম্যাচ। শেষ ম্যাচে উলফসবার্গ, স্বাগতিকদের ৪-০ গোলে উড়িয়ে দিয়েই মৌসুম শেষ করেছে জার্মান চ্যাম্পিয়নরা।

এ ম্যাচে জয় পেয়ে নিজেদের ইতিহাসে জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখ টানা ২৫ ম্যাচ জয়ের মুখের দেখা পান সেই সাথে টানা অষ্টমবারের মতো শিরোপার উল্লাসে ভাসে বায়ার্ন।

ম্যাচের শুরুতেই কিংসলে কোমানের গোলে লিড নেয় জার্মান জায়ান্টরা। এরপর ম্যাচের ৩৭ মিনিটে মিকায়েল দূর থেকে দূর পাল্লার গোল করেন এবং ৭২ মিনিটে পেনাল্টি থেকে বায়ার্নকে এগিয়ে দেন রবার্ট লেভানদোস্কি। বায়ার্নের হয়ে শেষ জার্মান স্ট্রাইকার টমাস মুলারের গোলের পর আনন্দ বিরাজমান করে।

যদি ও করোনা ভাইরাসের পর প্রথমেই খেলা হয়েছিলো জার্মান লীগে। লীগের টপ স্করার হন লেভানডস্কি। সেই সাথে লীগে এই সিজনে ১০০ গোল ও করে বায়ার্ন মিউনিখ। সিজন শেষে ৩৪ ম্যাচে বায়ার্নের পয়েন্ট ৮২ এবং টেবিলের দ্বিতীয় স্থানে ৬৯ পয়েন্ট নিয়ে বরুশিয়া ডর্টমুন্ড।

আর পড়তে পারেন