শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

একাত্তরের বীর মুক্তিযোদ্ধা জহিরুল হক তালুকদারের মৃতদেহ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

আজকের কুমিল্লা ডট কম :
জুলাই ১৬, ২০১৮
news-image

 

আরিফ আজগরঃ

একাত্তরে মহান মুক্তিযুদ্ধের নির্ভীক সেনা মোহাম্মদ জহিরুল হক তালুকদারের মৃতদেহ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে।

১৬ই জুলাই (সোমবার) বেলা ২টার সময় তাঁর গ্রামের বাড়ি কুমিল্লার বরুড়া উপজেলার কাজকামতা পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মরহুম মুক্তিযোদ্ধা জহিরুল হক তালুকদার কুমিল্লার বরুড়া উপজেলার পয়ালগাছা ইউনিয়নের কাজকামতা গ্রামের বাসিন্দা ছিলেন।

বরুড়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাজহারুল ইসলামের শ্রদ্ধা

তিঁনি দীর্ঘদিন বার্ধক্যজনিত কারণে অসুস্থ থাকার পর গতকাল রাত ১১টার সময় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি……রাজিউন)। পরে আজ বেলা ৩টার সময় তার জানাযার নামাজ অনুষ্ঠিত হয়, তাঁর জানাযায় বরুড়া উপজেলা প্রশাসনের পক্ষে বরুড়া উপজেলা নির্বাহী অফিসার মাজহারুল ইসলাম উপস্থিত ছিলেন। জানাযার পূর্বে বরুড়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাজহারুল ইসলামের উপস্থিতিতে মরহুম মুক্তিযোদ্ধা জহিরুল ইসলামকে রাষ্ট্রীয় মর্যাদা দান করে পুলিশ। পরে বাংলাদেশ সেনাবাহিনীর সেনাপ্রধানের পক্ষে তাকে রাষ্ট্রীয় সম্মান প্রদানস্বরূপ গার্ড অব অনার করা হয়। এসময় উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড এর সেক্রেটারি আব্দুস সোবহান চৌধুরীসহ বরুড়া উপজেলার অন্যান্য মুক্তিযোদ্ধা, পয়ালগাছা ইউনিয়ন চেয়ারম্যান সৈয়দ মাইনুদ্দিন, বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ এবং নানা শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
মুক্তিযোদ্ধা জহিরুল হক তালুকদার একাত্তরে মহান মুক্তিযুদ্ধের সময় ৩ নম্বর সেক্টরের অকুতোভয় সৈনিক ছিলেন। মৃত্যুকালে তিঁনি ২ ছেলে ২ মেয়ে এবং অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

আর পড়তে পারেন