শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

এবার ম্যারাডোনার জার্সি পরে গোল উদযাপন করেছেন তেভেজ

আজকের কুমিল্লা ডট কম :
ডিসেম্বর ৫, ২০২০
news-image

 

স্পোর্টস ডেস্কঃ

সদ্য প্রয়ায় আর্জেন্টাইন কিংবদন্তি দিয়াগো ম্যারাডোনাকে সম্মান জানাতে গত সপ্তাহে নিওয়েলসের জার্সি পরে গোল উদযাপন করেছিলেন লিওনেল মেসি। এজন্য তাকে হলুদ কার্ড দেখতে হয়েছে। হয়েছে জরিমানা। এবার একইভাবে ম্যারাডোনার প্রতি সম্মান জানালেন আরেক আর্জেন্টাইন তারকা কার্লোস তেভেজ। তিনি ম্যারাডোনার দেওয়া জার্সি পরে বোকা জুনিয়র্সের হয়ে গোল উদযাপন করেছেন।

কোপা লিবার্তোদোরেসের মঞ্চে শেষ ষোলোর প্রথম লেগে ব্রাজিলের ইন্টারন্যাসিওনালকে একমাত্র গোলে হারিয়েছে বোকা জুনিয়র্স। ম্যাচের দ্বিতীয়ার্ধে আর্জেন্টিনার সাবেক ফরোয়ার্ড সতীর্থ এদুয়ার্দো সালভিওর ক্রস থেকে বাঁ পায়ের দুর্দান্ত শটে সেই গোলটি করেন তেভেজ। এরপর তিনি বোকা জুনিয়র্সের জার্সি খুলে ফেলেন। আগে থেকেই পরা ছিল ম্যারাডোনার দেওয়া সেই জার্সি। ১৯৮১ সালে বোকার হয়ে খেলার সময় এই জার্সি পরেছিলেন ম্যারাডোনা। সেটা চেয়ে নিয়েছিলেন তেভেজ।

ম্যাচের পর তেভেজ বলেন, ‘এটা দিয়াগোর প্রতি আমার ছোট্ট একটা শ্রদ্ধাঞ্জলি। ১৯৮১ সালের এই জার্সি তিনিই আমাকে দিয়েছিলেন। আমি তাঁকে এই সুখ উপহার দিতে পেরে খুবই আনন্দিত। নিশ্চিতভাবেই ওপর থেকে এটা দেখছেন। যে জার্সি ম্যারাডোনা দিয়েছিলেন, সেটাতে লেখা ছিল, “এটা তোমাকে ভালো খেলতে উৎসাহ দেবে।” আমি জানতাম আমি একটা গোল করতে যাচ্ছি। আশা করি, আমরা তাকে কোপা লিবার্তোদোরেস উপহার দিতে পারব।’

এভাবে জার্সি খুলে শ্রদ্ধা জ্ঞাপনের জন্য তেভেজকেও মেসির মতো হলুদ কার্ড দেখতে হয়েছে। এতে অবশ্য তেভেজের কিছুই আসে-যায় না। তিনি বলেছেন, ‘শ্রদ্ধা জানানোর জন্যই এটা করেছি। এরপর রেফারি আমাকে বলল, এটা তাকে (হলুদ কার্ড দেখানো) করতেই হবে। তিনি তার কাজ করেছেন এবং এটা সঠিকই ছিল। কিন্তু আমি নিশ্চিত দিয়াগো ওপর থেকে আমাদের সবকিছু দেখেছেন এবং এসব দেখে তিনি একটু হলেও হেসেছেন।’