শনিবার, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

এমপি বাহার ও মেয়র প্রার্থী সূচির বিরুদ্ধে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগ করেছে তানিম

আজকের কুমিল্লা ডট কম :
ফেব্রুয়ারি ২৮, ২০২৪
news-image

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র পদে উপনির্বাচনে সদর এমপি হাজী আ ক ম বাহাউদ্দিন বাহার ও মেয়র প্রার্থী তাহসিন বাহার সূচনার বিরুদ্ধে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগ এনে রিটার্নিং কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ করেছেন মেয়র প্রার্থী নূর উর রহমান মাহমুদ তানিম।

আজ বুধবার মেয়র প্রার্থী তানিম এই অভিযোগ করেন।

লিখিত অভিযোগে তিনি উল্লেখ করেছেন, ২৭ ফেব্রুয়ারি রাত সাড়ে ৮ টায় কুমিল্লা মহানগর আওয়ামী লীগ কার্যালয়ে বর্ধিত সভার নামে নির্বাচনী সভা করেছেন এমপি বাহার ও মেয়র প্রার্থী সূচনা, যা নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের মধ্যে পড়ে।

নির্বাচনের সুষ্ঠু পরিবেশ রক্ষার সুবিধার্থে এ বিষয়ে রিটার্নিং কর্মকর্তাকে তদন্তপূর্বক দ্রুত ব্যবস্থা নেয়ার জন্য অনুরোধ করেছেন মেয়র প্রার্থী তানিম।

আর পড়তে পারেন