রবিবার, ২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

এসি’র যন্ত্রাংশের ভিতরে করে পরিবহনের সময় ১১৩৬ বোতল মদসহ একজন আটক

আজকের কুমিল্লা ডট কম :
জানুয়ারি ৩০, ২০২৩
news-image

স্টাফ রিপোর্টার:
বিশেষ প্রক্রিয়ায় মাদক পরিবহনের সময় কুমিল্লার সদর দক্ষিণের টমছম ব্রীজ এলাকা হতে ১ হাজার ১৩৬ বোতল বিদেশী মদ’সহ একজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১১, সিপিসি-২ সদস্যরা। এ সময় মাদক পরিবহন কাজে ব্যবহৃত একটি পিকআপ জব্দ করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব এর একটি আভিযানিক দল অদ্য ৩০ জানুয়ারী সকালে সদর দক্ষিণের টমছম ব্রীজ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে বিশেষ প্রক্রিয়ায় এসি’র পুরাতন যন্ত্রাংশের ভিতরে করে পরিবহনের সময় ১ হাজার ১৩৬ বোতল বিদেশী’সহ একজন মাদক ব্যবসায়ী’কে আটক করে।

আটক হওয়া মাদক ব্যবসায়ী হলেন কুমিল্লার মুরাদনগর থানার সিংহারিয়া গ্রামের মোঃ রফিকুল ইসলামের ছেলে মোঃ সবুজ মিয়া (২৭)। এসময় মাদক পরিবহন কাজে ব্যবহৃত একটি পিকআপ জব্দ করা হয়।

মাদক ব্যবসায়ীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন যাবৎ জব্দকৃত পিকআপ এর ভিতরে এসি’র পুরাতন যন্ত্রাংশের আড়ালে বিদেশী মদ’সহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য কুমিল্লা’সহ দেশের বিভিন্ন স্থানে ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে।

এ ঘটনায় সদর দক্ষিণ মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।

র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।

 

আর পড়তে পারেন