সোমবার, ২৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

ওরসের মেলায় ছুরিকাঘাতে ৩ যুবক আহত

আজকের কুমিল্লা ডট কম :
ফেব্রুয়ারি ২৭, ২০২১
news-image

স্টাফ রিপোর্টার:

কুমিল্লায় ওরস উপলক্ষে বসা মেলা নিয়ে দুগ্রুপের সংঘর্ষে ছুরিকাঘাতে তিন যুবক গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন  হামিরাবাগ এলাকার মেম্বার বেলায়েতের ছেলে আব্দুর রহমান (২০), তাজুল ইসলামের ছেলে ইউসুফ (১৯) ও একই এলাকার ইসমাইল হোসেন হৃদয় (১৮)।

স্থানীয় সূত্রে জানা গেছে, লাকসামের কালিয়াপুর দরবার শরীফের ওরসকে কেন্দ্র করে আশপাশের এলাকায় মেলা বসে। করোনা পরিস্থিতিকে উপেক্ষা করে মেলায় শত শত দোকান বসে। এতে হাজার হাজার লোকের সমাবেশ ঘটে।

সন্ধ্যায় কয়েকজন যুবক মেলায় গিয়ে বাঁশি কিনে বাজাতে গেলে পাশ্ববর্তী ইসলামপুর এলাকার কামালের ছেলে বায়েজিদ, আবু তাহেরের ছেলে ইসরাফিল ও মেলার দোকানি সাদেকসহ ১০-১২ যুবক তাদের ওপর হামলা করে। একপর্যায়ে আব্দুর রহমান, ইউসুফ ও ইসমাইল হোসেন হৃদয় (১৮) ছুরিকাঘাতে আহত হয়।

গুরুতর আহত আব্দুর রহমানকে প্রথমে লাকসামে পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বাকি আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।

লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন বলেন, অনুমোদন ছাড়াই এ মেলা বসানো হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

আর পড়তে পারেন