শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

ওয়াহেদপুর ইসলামিয়া আলিম মাদরাসায় ফ্রিল্যান্সিং আউটসোর্সিং বিষয়ক সেমিনার

আজকের কুমিল্লা ডট কম :
আগস্ট ১১, ২০২২
news-image

 

স্টাফ  রিপোর্টার:

কুমিল্লার দেবীদ্বার উপজেলা প্রশাসনের আয়োজনে ফ্রিল্যান্সিং আউটসোর্সিং বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১০ আগস্ট ) বেলা ১১ টায় কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলার সুবিল ইউনিয়নের “ওয়াহেদপুর ইসলামিয়া আলিম মাদ্রাসার” আইসিটি বিভাগে উক্ত সেমিনার অনুষ্ঠিত হয়।

এ সময় ফ্রিল্যান্সিং আউটসোর্সিং সম্পর্কে বক্তব্য রাখেন, দেবীদ্বার উপজেলার আইটি প্রশিক্ষক ও সেইলর ইনফু টেক লিমিটেড এর প্রধান পরিচালক নাজমুল হাসান নাহিদ, ফ্রিল্যান্সার সাদ্দাম মির্জা, ফ্রিল্যান্সার ইব্রাহিম খলিল ও নাজমুল আলম সরকার প্রমুখ।

এসময় আরো উপস্থিত ছিলেন, অত্র মাদ্রাসার অধ্যক্ষ মোহাম্মদ শফিকুল ইসলাম,আরবী প্রভাষক মোঃ জালাল উদ্দিন, ডিজিটাল মার্কেটার সৈয়দ আহমেদ জিহাদ, রাইহান মাহমুদ ও কন্টেন্ট ক্রিয়েটর ইসহাক হাসান প্রমুখ।

এ সময় বক্তারা জানান, ফ্রিল্যান্সিং আউটসোর্সিং করে দেশে হাজারো শিক্ষার্থীরা স্বাবলম্বী হয়েছেন।
ফ্রিল্যান্সিং ও আইসিটি নিয়ে কাজ করতে গেলে দক্ষতার কোন বিকল্পও নাই। তার জন্য একটি সঠিক গাইডলাইনই পারে সঠিকভাবে নিজেকে দক্ষ করে গড়ে তোলতে ফ্রিল্যান্সিং ও আইসিটি নিয়ে কাজ করে নিজেকে স্বাবলম্বী করার লক্ষে সেমিনারে শিক্ষার্থীদের অনলাইন প্রফেশন সম্পর্কে বেসিক ধারনা ও আগ্রহীদের প্রশিক্ষণ দেওয়ার ব্যাবস্থা করা হয়েছে।

আর পড়তে পারেন