শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কবিতাঃ ভাঙ্গা মন

আজকের কুমিল্লা ডট কম :
ডিসেম্বর ২১, ২০২২
news-image

এ কে সরকার শাওন :

মনের উচ্ছ্বাস নয়তো দাস,
সে রাজা ধীরাজের মত চলে!
যখন তখন কাঁপায় তনুমন
আক্ষেপের আগুন জ্বালে!

রয়ে রয়ে ক্ষয়ে ক্ষয়ে যায়,
যার কোমল কমল হৃদয়!
যে পাড় ভাংগে ঢেউয়ের দাঙ্গে
সে পাড় টেকানো দায়!

চৈতালি রাতে মন সারাতে
কেউ যায় চাঁদের বাড়ি!
মন খুইয়ে নিঃস্ব হয়ে
ফিরে শুধু নিয়ে আড়ি!

মনে বাড়াবাড়ি কড়াকড়ি
মন পারে না সইতে!
ভাঙ্গা মন হয় না চাঙ্গা
কোন মধু পুর্নিমাতে!

– কবিতাঃ ভাঙ্গা মন
কাব্যগন্থঃ বাশীঁওয়ালা
কবিঃ এ কে সরকার শাওন
শাওনাজ ভবন, উত্তরখান, ঢাকা।

আর পড়তে পারেন