বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কবিতা- তেষ্টা

আজকের কুমিল্লা ডট কম :
আগস্ট ৩০, ২০১৯
news-image

নাসিমা হক মুক্তাঃ

আশা করছি
আজ আসবে একটি চিঠি
সমুদ্র থেকে ভেসে নীলিমার রং ছুয়ে
বালিতে দুমড়ি খেয়ে –
হ্নদয়ের শিখরে জানান দিবে
একটি শব্দ –
আমি তোমাকে ভালোবাসি।

এই শব্দটির এতটাই শক্তি যে
শুকনো পাতা ও ডালপালা ক্রমশ
ধ্যানস্থ প্রেরণায়
এক মুঠো রঙিন প্রত্যাশা কে ছাড়িয়ে?
অপার মুগ্ধতায়
শ্বাসের সঙ্গে শ্বাস।

তার নাম পিসাসা
তেষ্টা মিটায়
ফুল ভরতি ডালে
ঠোঁট ফাঁক করে সীমাহরণ
অবিরল সুখের ছাতার নিচে ঘুমায়।

আর পড়তে পারেন