শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কবিতা: তোমাতে আমার বাস

আজকের কুমিল্লা ডট কম :
জানুয়ারি ১১, ২০২১
news-image

তাসমিয়া রহমান শুচী:

তুমি কি জানো?
তোমার নিরবতা আমাকে তোমাকে পড়তে শেখায়!
তুমি কি জানো?
তোমার চাহুনিতে আমি ঠিক পড়ে নেই তোমার দুশ্চিন্তা!
তুমি কি জানো?
আমি তোমার উস্কো খুস্কো চুলের মধ্যে তোমার পাহার সমান দ্বায়িত্বের ভার অনুভব করি!

তুমি কি জানো?
তোমার লক্ষ্য কোটি মাইল দুর থেকেও হুম শব্দের মধ্যেও

খুজে পাই তোমার অন্যমনস্ক উত্তর!
তুমি কি জানো?
তোমার খোচা খোচা দাড়ি গুলোর মাঝের সাদা সাদা দাড়ি গুলো

আমার কানে কানে বলে যায় তুমি এখন বড্ড অনিয়ম করে চলো।

তোমার টিশার্ট এর  কলার গুলো তোমার উপর বিরক্ত!

কারণ এখন তুমি ওদের ভাজ গুলো নস্ট করে দিয়েছো।
তোমার শুস্ক ঠোট আমার কাছে এসে তোমায় গালমন্দ করে।

আর বলে যায় ওর উপর করা অবিচার গুলো!
বলতো তোমার নামে এতো শত বিচার আমি কোন কাঠগড়ায় তুলি ????

আর পড়তে পারেন