সোমবার, ২৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

রিমঝিম শৈশব

আজকের কুমিল্লা ডট কম :
জুন ১৪, ২০২৩
news-image

-রেজাউল করিম (সাকিব)

মেঘলা আকাশ, রিমঝিম বৃষ্টি
বৃষ্টি ভেজা পাতায় পাতায়
বৃষ্টি ভেজা ফুল

উষ্ণ চায়ের কাপে, জানালার পাশে

চায়ের চুমুকে
বৃষ্টির সুরে আনন্দ উৎসবে
কত ভালোলাগা এই জানালার বাহিরে

পুকুরের বৃষ্টি পড়া টিপটপ শব্দে
মনে পড়ে বৃষ্টির দিনের
শৈশবের আনন্দে কটানোর কথারে

বৃষ্টির রিমঝিম শব্দে ফুটবল খেলা
বৃষ্টির পানিতে মাছ ধরা
কদম ফুল সাথে খেলা

পুকুরে সাতারে,
গাছে উঠে পুকুরে লাফিয়ে পড়ে
কত হাসি কত আনন্দ
শৈশবের বৃষ্টি ভেজা দিন গুলোরে

মনে পড়ে এই জানার পাশে বসে
উষ্ণ চায়ের চুমুকে,
রিমঝিম বৃষ্টি এই দিনে

আহা
এই প্রজন্মের শৈশব কাটছে
মোবাইল চালিয়ে
আমাদের সুন্দর শৈশব হারিয়ে গেছে
প্রায়। আধুনিক নামের অসুস্থ সংস্কৃতিতে

আমাদের শৈশব ছিলো
বৃষ্টি ভেজা ফুলের মতো সুন্দর

আর পড়তে পারেন