বুধবার, ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কবিতা: নষ্ট মানুষ !

আজকের কুমিল্লা ডট কম :
জানুয়ারি ২৪, ২০২৩
news-image

শিব্বীর আহমেদ:

টুপি পরো,
দাঁড়ি ও রাখো!
দাঁড়িতে আবার মেহেদীর রঙ ও মাখো
আজান দিলেই ছুটে যাও মসজিদে
নামাজে নামাজে তোমার কপালে হাঁটুতে দগদগে দাগ
দান করো তুমি দু’হাতে খুল্লাম খুল্লা
ইমাম সাহেবের মারহাবা ধ্বনীতে
কেঁপে উঠে আল্লাহর ঘর
মানুষ মসজিদ দরজা আর জানালা।

সালাম ফিরিয়েই তুমি দাও দৌড় সজোরে
অবৈধ মজুদে ঠাসাঠাসি তোমার গুদাম ঘরে
লুন্ঠন করো ভেজাল মেশাও খাও তুমি ঘুষ
খাটের নিচ দেয়াল আলমারি ভরে উঠে তোমার
কি মজা করে খাও তুমি কিসমিস আর জুস।
চোখে মুখে ছিটকিয়ে পড়ে তোমার লোভের লালা
লুটেরা তুমি, মাল কামাও কোটি কোটি শালা।
অফিস আদালতে করোনা তুমি ঘুষ ছাড়া কোন কাজ
ঘুষখোর দুর্নীতিবাজ তুমি দাবী করো সাচ্চা মুসলমান আজ।

ভেবেছো তিনি কিছুই দেখেনা তিনি কিছুই শোনেন না,
যা ইচ্ছা করে যাই বাপ;
দুর্নীতির টাকা মসজিদ মাদ্রাসায় দান করে,
ধুয়ে মুছে নেব যত সব পাপ!
নব্বই ভাগ মুসলমানের দেশ সোনার বাংলাদেশ
ঘুষ দুর্নীতিতে করেছো তুমি একেবারেই শেষ।

নীতিহীন মানুষ তুমি পাচার করো যত পারো
গড়ে তোলো বিদেশে বেগম পাড়া পোয়া তোমার বারো।
দিনরাত অনৈতিক কাজ করে শেষ করো দেশ
দেশকে শেষ করে নিজে আছো মহাসুখে তাক ধুমাধুম বেশ।

রাজনীতির র জানোনা ব্যবসায়ী ভূমীদস্যু তুমি অধম
ব্রিফকেস দিয়ে কিনো নমিনিশন ভাবো তুমিই সেরা তুমিই উত্তম
হুমকি ধামকী আর টাকা ছড়িয়ে হয়ে যাও তুমি এমপি মন্ত্রী,
তারপরেই মানুষের গলাচিপে ধরো তুমি, হয়ে যাও যন্ত্রী।
মামা চাচা খালু শালা দুলাভাই আর ম্বজন মিলে,
সন্ত্রাস দখল বাণিজ্য আর লুটপাটে দেশটাকে খাও গিলে।

নেতা বনে খেতা বিলাও উত্তম তুমি আমি অধমকে
দেশকে গালি দাও তুমি, গালি দাওনা নিজেকে।
নীতিহীন মানুষ তুমি যদি সাহস থাকে বুকে
কি করছো জিজ্ঞাসা করো একবার নিজের বিবেককে।

ঈমানহীন ঠগবাজ কাঠমোল্লা তুমি দেখাও বাহুবল
হুংকার দিয়ে ধর্ম গিলে খেয়ে দেশকে করো তুমি অচল
ভুল ব্যাখ্যা আর মিথ্যা ফতোয়া দিয়ে রাস্তায় নামাও মানুষের ঢল
ইবলিশ তুমি সাধু সেজে রাতদিন বাজাও ধর্মের কল।

সারাদিন ফন্দি ফিকিরি তোমার মানুষ ঠকানো
রঙ মেখে সং সেজে প্ল্যান করো কিভাবে যায় আরো বেশি কামানো!
অবৈধ অর্জনের পাপ মোচনে প্রতি বছর যাও তুমি হজে
এসেই আবার নেমে পড়ো অবৈধ কামাই আর অন্ধগলীর মজে।
মোহাম্মদের ভবিষ্যত বাণী সত্য করে তিয়াত্তার ভাগ করো ধর্মকে
জেনে রাখো ঠগবাজ সত্য হবে মাত্র এক ভাগ, ভয় করো আল্লাহকে।

নষ্ট মানুষ তুমি দুহাতে হাতিয়ে নাও তুমি যত পারো টাকা
যাবেনা যাবেনা তোমার পাপ কোনভাবেই ঢাকা।
ধর্মের নামে যতসব ভন্ডামী ঠকাতে চাও স্রষ্টা
বোরকা পরে রাস্তায় নামে মধ্যরাতের ভ্রষ্টা।
ধোকা দাও বোকা বানাও এই তোমার কাজ
বোরকা আর দাঁড়ি টুপি পাঞ্জাবি পরে,
ধরো তুমি ধর্মের সাজ।

লুটপাট দখল বাণিজ্য তোমার শুধু খাই খাই
বিশ্ব বেহায়া মানুষ তুমি লাজ লজ্জা নাই
শুনেছো নমরুদ শুনেছো ফেরাউনের ঔদ্ধত্যের গল্প
তারপরেও ভয়ে কেঁপে উঠেনা তোমার রূহ একটুখানি অল্প
এত সোজা মানুষ? তিনি কি এতই বোকা?
মোচে তা দিয়ে কাকে তুমি ভাবো একেবারেই কচি খোকা।
যার কুন ফায়াকুনে সৃষ্টি হয় পুরো দুনিয়া
তাকেই তুমি ঠকাতে চাও তার হুকুম ভুলিয়া।

কাকে তুমি ফাঁকি দাও কাকে তুমি বোকা বানাও হে নষ্ট মানুষ
তার কি ক্ষতি জিজ্ঞাসা করো নিজের বিবেকে আনো হুঁশ।
খুব শিঘ্রই দাঁড়াবে দাঁড়াবে তুমি মালিকের সামনে
যখন সব দেখবে কি জবাব দিবে তখন তাকালেই পিছনে।
বাড়ি গাড়ি অর্থ সন্তান সবই তোমার হবে মিছে
মরনই সত্য হবে তাকিয়ে দেখো ধেয়ে আসছে পিছে।
আল্লাহ সত্য কোরান সত্য, সত্য মোহাম্মদ
ডরো ডরো ভয় করো দোজখের আগুন
সময় থাকতে সোজা হও মোহাম্মদের উম্মত।

আর পড়তে পারেন