শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

কবিতা – মুজিব মানে একটি সূর্য

আজকের কুমিল্লা ডট কম :
আগস্ট ৬, ২০১৯
news-image

সোমা মুৎসুদ্দীঃ

একটি খোকা ঘুমিয়ে আছে,
সবুজ বাংলাদেশে।
একটি খোকা ঘুমিয়ে আছে,
মুজিবেরই বেশে।
মুজিব মানে শিশুর হাসি,
বাবার ভালোবাসা।

মুজিব মানে এগিয়ে চলা,
নতুন ভোরের আশা।
মুজিব মানে মিছিল-মিটিং ,
দেশের স্বাধীনতা।
মুজিব মানে মায়ের বলা,
গল্প রূপকথা।

মুজিব মানে মনের সাহস,
সংগ্রামী ঐ গান।
মুজিব মানে একটি সূর্য,
একটি নতুন প্রাণ।

– কবি ও লেখক।
সোমা মুৎসুদ্দী।
চট্টগ্রাম।

আর পড়তে পারেন