শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

করোনায় মারা গেলেন নিউইয়র্ক সিটি পুলিশের সার্জেন্ট চাঁদপুরের জিয়াউল

আজকের কুমিল্লা ডট কম :
এপ্রিল ২৭, ২০২০
news-image

 

ডেস্ক রিপোর্টঃ

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন নিউইয়র্ক সিটি পুলিশের সার্জেন্ট বাংলাদেশের জিয়াউল আহছান।

তিনি চাঁদপুর শহরের হাজী মহসীন রোডের বাগ-এ-আহছান নামক বাড়ির ছেলে। তার বাবা ভাষাসৈনিক মরহুম অ্যাডভোকেট এ এফ এম ফজলুল হক।

নিউইয়র্কে জিয়াউল আহসানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার ভাই সুফিয়ান আহসান।

তিনি জানিয়েছেন, ২৫ দিন ধরে প্রাণঘাতী করোনার সঙ্গে যুদ্ধ করে রোববার বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টায় জিয়াউল আহছান মারা যান। তার বয়স হয়েছিল ৪৯ বছর। করোনায় আক্রান্ত হয়ে গত ২ এপ্রিল থেকে নিউইয়র্কের একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি।

পরিবার সূত্রে জানা গেছে, চাঁদপুর শহরের গনি মডেল হাইস্কুল থেকে এসএসসি ও চাঁদপুর সরকারি কলেজ থেকে এইচএসসি পাস করেন জিয়াউল আহসান। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি বিষয়ে অনার্স ও মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। ১৯৯৭ সালে তিনি যুক্তরাষ্ট্রে পাড়ি জমান।

আর পড়তে পারেন