শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কর অঞ্চল কুমিল্লার উদ্যোগে শিল্প প্রতিষ্ঠানসমূহের কর্মকর্তাবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত

আজকের কুমিল্লা ডট কম :
সেপ্টেম্বর ২১, ২০১৯
news-image

 

স্টাফ রিপোর্টারঃ

কর অঞ্চল,কুমিল্লার উদ্যোগে কুমিল্লা রপ্তানী প্রক্রিয়াজাতকরণ অঞ্চল এর শিল্প প্রতিষ্ঠানসমূহের ২৯ জন উর্ধ্বতন কর্মাধ্যক্ষও হিসাব নির্বাহী কর্মকর্তাবৃন্দের এক আলোচনা ও মতবিনিময় সভা কর কমিশনারের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কুমিল্লা কর অঞ্চলের কর কমিশনার জনাব এম এম ফজলুল হক।

সভায় আয়কর আইন ২০১৯ এর পরিবর্তনসমূহসহ শিল্প প্রতিষ্ঠান কর্তৃক বিভিন্ন খাতে উৎসে কর কর্তন নিয়ে বিস্তৃত আলোচনা হয়। অতিরিক্ত কর কমিশনার জনাব সাধন কুমার রায় ও যুগ্ম কর কমিশনার মোহাম্মদ শাহ আলমসহ বেপজার  উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং অংশগ্রহণকারীবৃন্দ আলোচনায় অংশগ্রহণ করেন।

উল্লেখ্য, রাজস্ব বান্ধব পরিবেশ সৃষ্টির লক্ষ্যে বিগত ২০ কার্যদিবসে কর কমিশনারের উদ্যেগে কর অঞ্চলের কর্মকর্তাবৃন্দের ৩টি রাজস্ব সভা, প্রথমবারের মত কর্মকর্তাবৃন্দের নিয়মিত মাসিক প্রশিক্ষণ,প্রথমবারের মত কর কর্মচারীদের নিয়মিত মাসিক প্রশিক্ষণ, ৬টি জেলার কর পেশাজীবি নেতৃবৃন্দের সাথে মতবিনিময়, ৫টি জেলার কর ভবন কমপ্লেক্স বিনির্মাণের উদ্যোগ, কর ভবন কমপ্লেক্স এর শিক্ষার্থীদের সমাবেশসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ গৃহীত হয়।

রাজস্ব বৃদ্ধিসহ রাজস্ব বান্ধব পরিবেশ তৈরীতে সকলকে উদ্বুদ্ধকরণে বেশ কিছু পদক্ষেপে রাজস্ব কার্যক্রমে গতিবৃদ্ধি হয়েছে। এ সকল কার্যক্রমে কর কমিশনার সকলের সহযোগিতা প্রত্যাশা করেন।

আর পড়তে পারেন