বুধবার, ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কাতারে সড়ক দুর্ঘটনায় চৌদ্দগ্রামের একই ইউনিয়নের ৩ প্রবাসী নিহত

আজকের কুমিল্লা ডট কম :
মার্চ ১৩, ২০১৭
news-image

 

বেলাল হোসাইনঃ

কাতারে সড়ক দুর্ঘটনায় কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার চিওড়া ইউনিয়নের তিন প্রবাসী নিহত হয়েছেন।

সোমবার (১৩ মার্চ) বিকেলে নিহতদের পরিবার সড়ক দূর্ঘটনায় নিহতের বিষয়টি জেনেছেন।

নিহতরা হলেন, উপজেলার চিওড়া ইউনিয়নের ঝাটিয়ারখিল গ্রামের আবুল কাশেম চৌধুরীর পুত্র শহিদুল হাসান সৈকত চৌধুরী (২৬), নেতড়ার গ্রামের আহাম্মদ উল্যাহর পুত্র মোঃ শিপন (৩৫) এবং সাঙ্গিশ্বর গ্রামের মৃত. এছাক ভূঁইয়ার পুত্র ওমর ফারুক ভূঁইয়া (৪০)।

নিহত সৈকতের আত্মীয় ইউসুফ মিয়াজী ও ওমর ফারুক ভূইয়ার চাচাতো ভাই জাকারিয়া সোমবার জানান, শুক্রবার রাত থেকে নিহত তিনজনের মোবাইল ফোন বন্ধ ছিল। এরপর দেশটির বিভিন্ন এলাকায় অবস্থানরত চৌদ্দগ্রামের প্রবাসীদের মাধ্যমে তাদেরকে খোঁজাখুজি করা হয়। কিন্তু এরপরও তাদের সন্ধান না পাওয়ায় কাতারের নিউ সানাইয়া এলাকার হাসপাতালে খোঁজ নিয়ে তাদের লাশ পাওয়া যায়।

কাতারে অবস্থানরত বাংলাদেশীদের মাধ্যমে জানা গেছে, একটি প্রাইভেটকারযোগে শুক্রবার রাতে তিন বাংলাদেশী ও এক মিশরীয় নাগরিক প্রাইভেটকার যোগে কর্মস্থল থেকে বাসায় ফিরছিলেন। পথিমধ্যে দেশটির নিউ সানাইয়া এলাকায় দুর্ঘটনায় প্রাইভেটারকারটি দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলে তিনজন নিহত হন। অন্যজন আহত অবস্থায় হাসপাতালের আইসিইউতে ভর্তি ছিলেন। রোববার রাতে তিনিও মারা যান। তবে নিহত মিশরীয় প্রবাসীর পরিচয় জানা যায়নি।

আর পড়তে পারেন