শনিবার, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কুমিল্লা এসএ পরিবহনে অভিযান: ১ কোটি ৮৪ লক্ষ টাকার ভারতীয় চোরাই পণ্য আটক

আজকের কুমিল্লা ডট কম :
এপ্রিল ১৩, ২০২৩
news-image

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা এসএ পরিবহন কুরিয়ার সার্ভিসে ১০ বিজিবি অভিযান পরিচালনা করে ১ কোটি ৮৪ লক্ষ টাকার ভারতীয় চোরাই পণ্য আটক করেছে।

১০ বিজিবি সূত্র জানায়, কুমিল্লা ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় কুরিয়ার সার্ভিস এর মাধ্যমে বিপুল পরিমান অবৈধ ভারতীয় পণ্য পরিবহন করা হচ্ছে এমন গোপন সংবাদের প্রেক্ষিতে ব্যাটালিয়ন অধিনায়ক লেঃ কর্ণেল মুহাম্মদ ইসহাক এর সার্বিক দিক নির্দেশনায় নির্বাহী ম্যাজিষ্ট্রেট উত্তম কুমার দাসের নেতৃত্বে  ১২ এপ্রিল রাত পৌণে ৮ টায়  সদরের ধর্মপুর এলাকায় এসএ পরিবহন অফিসে জয়েন্ট টাস্কফোর্স অভিযান পরিচালনা করা হয়।

উক্ত অভিযান পরিচালনা করে এসএ পরিবহন অফিস হতে  ১ কোটি ৮৪ লক্ষ ৩২ হাজার টাকা মূল্যের ভারতীয় ১ কোটি ৭৪ লাখ ৪ হাজার ৪ শত টি বিভিন্ন প্রকার বাজি এবং ৭ হাজার ৮ শত পিস  নেহা মেহেদী আটক করা হয়।

১০ বিজিবির সহকারি পরিচালক  মোঃ পারভেজ শামীম  অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।

আর পড়তে পারেন