শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কুমিল্লার আদালত প্রাঙ্গণে নিরাপত্তা জোরদার, চলছে পুলিশের তল্লাশি

আজকের কুমিল্লা ডট কম :
জুলাই ১৬, ২০১৯
news-image

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার আদালত প্রাঙ্গণে  নিরাপত্তা জোরদার করা হয়েছে। আদালতের ঢোকার প্রধান ফটকের সামনে পুলিশের চেক করে আগত মানুষদের আদালতে ঢোকার অনুমতি দিচ্ছেন।  আদালতের এজলাসে বিচারকের সামনে এক আসামির ছুরিকাঘাতে আরেক আসামি নিহতের ঘটনার পর আদালতের সামনে ও ভিতরে  নিরাপত্তা বাড়ানো হয়েছে।

মঙ্গলবার সকাল থেকে নিরাপত্তা বাড়িয়ে দেওয়া হয়।

উল্লেখ্য যে, সোমবার বেলা সাড়ে ১১ টার দিকে কুমিল্লা অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৩য়
আদালতের বিচারক ফাতেমা ফেরদৌসের আদালতে মনোহরগঞ্জ উপজেলার কান্দি গ্রামে
২০১৩ সালের ২৬ আগস্ট সংঘটিত আবদুল করিম হত্যা মামলায় (মামলা নং-১৩)
আসামি আবুল হাসান (২৫) ও ফারুক হোসেন (২৭) হাজিরা দিতে আসেন। আদালতে
হত্যা মামলার বিচারিক কার্যক্রম চলার সময় ওই হত্যা মামলার আসামি আবুল
হাসান হঠাৎ করে উত্তেজিত হয়ে তার সহযোগি আসামি ফারুক হোসেনকে ছুরিকাঘাত
করে। এতে ফারুক নিরুপায় হয়ে দৌঁড়ে বিচারকের খাস কামরায় গিয়ে আশ্রয় নেয়।
এসময় হাসান দৌঁড়ে ওই কামরায় গিয়ে ফারুককে আবারও উপর্যুপরি ছুরিকাঘাত করলে
সে ফ্লোরে লুটিয়ে পড়ে। এসময় আদালতের পুলিশ, আইনজীবী ও বিচারপ্রার্থীরা
হাসানকে ধরে ফেলে। গুরুতর আহত ফারুককে প্রথমে কুমিল্লা সদর হাসপাতালে ও
পরে আশংকাজনক অবস্থায় কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পর বেলা
সাড়ে ১২টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেছেন। ফারুক ও হাসান
আপন মামাতো ফুফাতো ভাই। নিহত আসামি মো. ফারুক কুমিল্লার মনোহরগঞ্জ
উপজেলার অহিদ উল্লাহর ছেলে এবং ঘাতক হাসান জেলার লাকসাম উপজেলার ভোজপুর
গ্রামের শহীদুল্লাহর ছেলে। এ ঘটনায় আদালত এলাকায় আতংক ছড়িয়ে পড়ে। এ ঘটনার
পর ঘাতক হাসানকে আটক করা হয়। হত্যাকান্ডে ব্যবহৃত ছুরিটি জব্দ করা হয়েছে।

আর পড়তে পারেন