শনিবার, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কুমিল্লার চর্থায় বেসরকারি একটি হাসপাতাল সিলগালা, ভুয়া ডাক্তার আটক

আজকের কুমিল্লা ডট কম :
এপ্রিল ৩০, ২০১৯
news-image

শাহ ইমরান
কুমিল্লা  জেলা প্রশাসন ও সিভিল সার্জন কার্যালয়ের  যৌথ উদ্যোগে কুমিল্লার দক্ষিণ চর্থা এলাকায় অবস্থিত আরাফাত মেডিকেল সার্ভিসেস নামক ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমাণ আদালত অভিযান।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জনি রায় হাসপাতালের তালা ভেঙ্গে প্রবেশ করে অভিযান পরিচালনা করেন। হাসপাতালের ১টি বাথরুম থেকে হাসপাতালের ভূয়া ডাক্তার ও স্টাফকে আটক করা হয়।

এসময় ডঃ ফেরদৌসী খানম নামে একজন ভুয়া চিকিৎসককে গ্রেফতার করা হয়। আটক ভুয়া ডাক্তার ফেরদৌসী খানমকে এক মাসের জেলসহ এক লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়।

একই সাথে আরাফাত মেডিকেল সার্ভিসেস বিনা লাইসেন্স এ কার্যক্রম পরিচালনার অপরাধে প্রতিষ্ঠানটি সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়ছে বলেও জানা গেছে।

 

এ বিষয়ে কুমিল্লা জেলা সিভিল সার্জন ডাঃ মুজিবুর রহমান বলেন, জনগণের স্বাস্থ্যসেবার অধিকার নিশ্চিত করতে সর্বাত্মক চেষ্টা করছে বর্তমান সরকার। ভবিষ্যতেও কুমিল্লায় এ ধরনের আরো অভিযান পরিচালনায় জেলা প্রশাসন ও  সিভিল সার্জন কার্যালয়  একসাথে কাজ করবে।

আর পড়তে পারেন