শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কুমিল্লার চান্দিনায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত

আজকের কুমিল্লা ডট কম :
ডিসেম্বর ১৬, ২০২০
news-image

 

শরীফুল ইসলামঃ

চান্দিনায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন, উপজেলা চত্বর কেন্দ্রীয় শহীদ মিনারে প্রশাসনিক কর্মকর্তা, বিভিন্ন রাজনীতিক সংগঠন, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ,সরকারি প্রতিষ্ঠান ও সুশীলসমাজ নেতৃবৃন্দ পুষ্পস্তবক অর্পণ করে। সকাল ৯ টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে জাতির জনকের স্বপ্নের সোনার বাংলা বিনির্মানে মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও ডিজিটাল প্রযুক্তির সর্বোত্তম ব্যবহারে মাধ্যমে জাতীয় সমৃদ্ধি অর্জন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে উপজেলা নির্বাহী অফিসার বিভীষণ কান্তি দাশের সভাপতিত্বে বক্তৃতা করেন- চান্দিনা উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা তপন বকসী, উপজেলা সহকারী কমিশনার ভূমি নাঈমা ইসলাম, চান্দিনা থানা অফিসার ইনচার্জ শামসুদ্দিন মোহাম্মদ ইলিয়াছ, উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার হাজী মো.আবদুল মালেক।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন – চান্দিনা উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক এডভোকেট মহিউদ্দিন আহমেদ আলম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো.মাজহারুল ইসলাম,উপজেলা প্রকৌশলী মোল্লা আবুল কালাম আজাদ, বাড়েরা ইউপি চেয়ারম্যান মো.খোরশেদ আলম, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার ফারুক ময়েদুজ্জান, নির্বাচন অফিসার মো.আহসান হাবীব, সমাজসেবা অফিসার নাছিমা আকতার প্রমুখ।

আর পড়তে পারেন