শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

কুমিল্লার মুরাদনগরে মিজানুর রহমান আযহারীর মাহফিল বন্ধ করেছে প্রশাসন

আজকের কুমিল্লা ডট কম :
ফেব্রুয়ারি ৩, ২০২০
news-image

 

স্টাফ রিপোর্টার:

মুরাদনগরে বক্তা মিজানুর রহমান আযহারীর মাহফিল বন্ধে করে দিয়েছে প্রশাসন।

স্থানীয় সূত্র জানায়, কুমিল্লার মুরাদনগর উপজেলার জাহাপুর স্কুল এন্ড কলেজ মাঠে ৭, ৮, ৯ ফেব্রুয়ারী ৩ দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। মূলত তাফসিরুল কোরআন মাহফিল ঘোষণা থাকলেও  বক্তা মিজানুর রহমান আযহারীর আগমনকেই প্রাধান্য দিয়ে প্রচার প্রচারনা ও চাঁদা আদায় চলছিল। এতে এলাকার  লোকজন ক্ষুদ্ধ হয়ে প্রশাসনের নিকট তা বন্ধের আবেদন নিবেদন করেন। প্রশাসন ওই ঘটনার সত্যতা পেয়ে মাহফিল বন্ধের জন্য আয়োজকদের নির্দেশ দেন।

এ বিষয়ে জানতে চাইলে কুমিল্লা পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম জানান, স্থানীয় লোকদের অভিযোগ এবং তার রাষ্ট্র বিরোধী বক্তব্যসহ বিভিন্ন কর্মকান্ড প্রশাসনের নজরে এসেছে। এ কারণে আয়োজকদেরকে ওই বিতর্কিত বক্তার মাহফিল বন্ধের নির্দেশ দেয়া হয়েছে।

এ বিষয়ে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুঞ্জুর আলম জানান, প্রশাসনের কোন অনুমতি ছাড়াই জাহাপুর স্কুল এন্ড কলেজ মাঠে ওই বিতর্কিত বক্তা দিয়ে মাহফিলে আয়োজন চলছিল। সেটি বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে।

আর পড়তে পারেন