শনিবার, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

মেয়াদহীন ঔষধ বিক্রি, কুমিল্লা নগরীর লাজ ফার্মা‌কে অর্থ জ‌রিমানা

আজকের কুমিল্লা ডট কম :
এপ্রিল ২, ২০২৩
news-image

স্টাফ রিপোর্টার:

মেয়াদহীন ঔষধ বি‌ক্রির অ‌ভি‌যো‌গে কুমিল্লা নগরীর মনোহরপুরে অবস্থিত লাজ ফার্মা‌কে ৫০ হাজার টাকা জ‌রিমানা করেছে ভোক্তা অধিদপ্তর।

রবিবার (২ এপ্রিল) প্রতিষ্ঠানটিকে জরিমানা করেন জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর কুমিল্লার সহকার‌ী প‌রিচালক মো: আছাদুল ইসলা‌ম।

মো: আছাদুল ইসলা‌ম জানান, সম্প্রতি মোহাম্মদ ইয়া‌ছির আরাফাত নামের একজন ভোক্তার লি‌খিত অ‌ভি‌যো‌গ করেন মেসার্স লাজ ফার্মা‌ মেয়াদহীন ঔষধ বিক্রি করে। তিনি ক্রয় রশিদসহ লিখিত অভিযোগ করেন। শুনানিতে উভয় পক্ষ উপস্থিত ছিলো। অ‌ভি‌যোগ প্রমা‌ণিত হওয়ায় কুমিল্লা নগরীর ম‌নোহরপুর এলাকার মেসার্স লাজ ফার্মা‌কে ৫০ হাজার টাকা জ‌রিমানা করা হয়।অ‌ভি‌যোগকারী প্রণোদনা হি‌সে‌বে ১২ হাজার ৫০০ টাকা পান।

প্রসঙ্গত, এ অ‌ভিযা‌নে জেলা স‌্যা‌নিটা‌রি ইন্স‌পেক্টর ইসরাইল হো‌সেন, আদর্শ সদর উপ‌জেলা স‌্যা‌নিটা‌রি ইন্স‌পেক্টর এ‌কে আজাদ এবং জেলা পু‌লি‌শের এক‌টি টিম উপ‌স্থিত থে‌কে সা‌র্বিক সহ‌যো‌গিতা ক‌রেন। জনস্বা‌র্থে এ কার্যক্রম অব‌্যাহত থাক‌বে।

আর পড়তে পারেন