বৃহস্পতিবার, ১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কুমিল্লার লাকসামে ফসলি জমিতে মিললো ৩ ‘চিতা শাবক’

আজকের কুমিল্লা ডট কম :
মে ১২, ২০২০
news-image

 

স্টাফ রিপোর্টার:

ফসলি জমিতে চিতা শাবকের বাচ্ছা।  এ বিষয়টি শুনতেই অবাক লাগার মতই  ঘটনা। এমনই ঘটলো কুমিল্লার লাকসাম উপজেলার কান্দিরপাড় ইউনিয়নের চনগাঁও নোয়াপাড়া গ্রামে।

সোমবার (১১ মে) দুপুরে ওই গ্রামের হাজী ছেরাজুল ইসলামের ছেলে মাসুম খান নিজেদের জমিতে ধান কাটতে গিয়ে তিনটি চিতা বাঘের শাবক দেখতে পান। এসময় স্থানীয়রা মিলে তিনি জীবিত অবস্থায় শাবকগুলো আটক করেন।

এ বিষয়ে মাসুম খান জানান,  পাশ্ববর্তী এলাকার আরিফ নামে একজনকে একটি শাবক দিয়েছেন এবং তার নিজের আয়ত্বে থাকা দুটি শাবক তিনি ছেড়ে দিয়েছেন।

পরে রাতে পুলিশ অভিযান চালিয়ে শাবক তিনটি উদ্ধার করে। তবে উদ্ধারকৃত শাবকগুলো বাঘের না বনবিড়ালের তা নিশ্চিত করতে পারেনি পুলিশ।

লাকসাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নিজাম উদ্দিন জানান, শাবকগুলো বাঘের না বনবিড়ালের এখনো নিশ্চিত হওয়া যায়নি।  এখন আমরা বনবিভাগের সাথে যোগাযোগ করে এগুলো তাদের কাছে হস্তান্তর করবো।

আর পড়তে পারেন