শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

কুমিল্লার সদর দক্ষিণে অর্ধকোটি হুন্ডির টাকাসহ পাঁচারকারি আটক

আজকের কুমিল্লা ডট কম :
নভেম্বর ১৪, ২০১৭
news-image

 

সেলিম সজীবঃ

কুমিল্লায় প্রায় অর্ধকোটি হুন্ডির টাকাসহ রুহুল আমিন (২২) নামে এক পাচারকারীকে আটক করেছে পুলিশ। সোমবার (১৩ নভেম্বর) সদর দক্ষিণ উপজেলার শ্রীনিবাস এলাকা থেকে তাকে আটক করে বিকেলে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

তিনি একই উপজেলার হলুদিয়া গ্রামের আবুল কালামের ছেলে। এ ঘটনায় মানি লন্ডারিং সিন্ডিকেটের ৭ জনের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে।

পুলিশ জানায়, দুপুরের দিকে ঢাকা থেকে হুন্ডির ৪৭ লাখ টাকা এনে হুন্ডি ব্যবসায়ী রুহুল আমিন জেলার দক্ষিণ উপজেলার শ্রীনিবাস এলাকায় অপেক্ষা করছিল। খবর পেয়ে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়।

সদর দক্ষিণ মডেল থানার ওসি নজরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই পাচারকারীকে হুন্ডির ৪৭ লাখ টাকাসহ আটক করা হয়েছে। পরে আটক রুহুল আমিন ছাড়াও ওই সিন্ডিকেটের আবুল কাশেম, বশির, মফিজ উদ্দিন, আরিফুল ইসলাম, সোহাগ, শরীফের বিরুদ্ধে মানি লন্ডারিং আইনে মামলা দায়ের করা হয়েছে। বিকালে রুহুল আমিনকে জেলহাজতে পাঠানো হয়।

আর পড়তে পারেন