শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কুমিল্লায় অধিক মূল্যে মাস্ক বিক্রির অভিযোগে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

আজকের কুমিল্লা ডট কম :
মার্চ ৯, ২০২০
news-image

 

মাছুম কামাল:

কুমিল্লায় স্বাভাবিকের তুলনায় ৪-৫ গুণ বেশি দামে মাস্ক বিক্রি করায় ৪ প্রতিষ্ঠানকে ১০০০০ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিদপ্তর, কুমিল্লা।

জানা গেছে, গতকাল বাংলাদেশি ৩ জন করোনারোগী শনাক্ত হওয়ার পর হুট করেই বেড়ে যায় মাস্কের বিক্রি। এই সু‌যোগে বে‌শি দা‌মে মাস্ক বি‌ক্রি করায় আজ বিকা‌লে কু‌মিল্লায় চার‌টি প্র‌তিষ্ঠানকে এই জরিমানা করা হয়।

ভোক্তা অধিদপ্তর জানিয়েছে, তাদের তদার‌কি‌তে দেখা যায়, গতকাল যে মাস্ক ৩৫ থে‌কে ৫৫ টাকায় বি‌ক্রি করা হ‌য়ে‌ছে আজ তা বিক্রয় করা হ‌চ্ছে ৮০ থে‌কে ১৩০ টাকায়। ক্রয় ভাউচার দে‌খে ও উপ‌স্থিত ক্রেতা সাধার‌ণের সা‌থে কথা ব‌লে বিষয়‌টি যাচাই করা হয়। পরে, প্রাথ‌মিকভা‌বে সতর্ক ক‌রে কা‌ন্দিরপাড় এলাকার ৪টি প্র‌তিষ্ঠান‌কে জ‌রিমানা করা হয়।

এছাড়াও, অপর অভিযানে মেয়াদ উত্তীর্ণ ঔষধ বি‌ক্রি ও বিনামূ‌ল্যের ঔষধ বি‌ক্রি করায় ২টি ফা‌র্মেসী‌কে ১৩,০০০ টাকা জ‌রিমানা করা হয়।

জেলা কার্যাল‌য়ের সহকারী প‌রিচালক মো: আছাদুল ইসলা‌মের নেতৃ‌ত্বে প‌রিচা‌লিত এ তদার‌কি অ‌ভিযা‌নে উপ‌জেলা স্যা‌নিটা‌রি ইন্স‌পেক্টর এ‌কে আজাদ ও জেলা পু‌লি‌শের এক‌টি টিম সা‌র্বিক সহ‌যো‌গিতা ক‌রেন।

আর পড়তে পারেন