শনিবার, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কুমিল্লায় একসঙ্গে ৪ সন্তানের জন্ম দিলেন শিরিন

আজকের কুমিল্লা ডট কম :
মার্চ ২৫, ২০২২
news-image

 

ইসতিয়াক আহমেদঃ

কুমিল্লা নগরীর একটি বেসরকারি হাসপাতালে একসঙ্গে চার সন্তানের জন্ম দিয়েছেন শিরিন আক্তার নামের এক গৃহিণী।

বুধবার (২৩ মার্চ) ১২টায় নগরীর মুন স্পেশালাইজড হাসপাতালে গাইনি বিভাগে অস্ত্রোপচারের মাধ্যমে চার সন্তান জন্ম দেন তিনি। এদের মধ্যে তিনটি ছেলে সন্তান ও একটি মেয়ে সন্তান।

দম্পতি সাইফুল ও শিরিন কুমিল্লা জেলার ব্রাহ্মনপাড়া উপজেলার ৪নং শশীদল গঙ্গানগর গ্রামের বাসিন্দা। তাদের রাবেয়া আক্তার নামে ৭ বছরের একটি কন্য সন্তান আছে।

নবজাতকদের পিতা সাইফুল ইসলাম জানান, গত মঙ্গলবার অসুস্থ অবস্থায় তার স্ত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের গাহিনী বিশেষজ্ঞ ডা.নাজমা মজুমদার লিরার তত্ত্বাবধানে অস্ত্রোপচারের মাধ্যমে চার নবজাতক ভূমিষ্ট হয়। চার নবজাতকের মধ্যে দুইটি শিশু সুস্থ আছে। অন্য দুইটি শিশু অসুস্থ থাকায় হাসপাতালে শিশু ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় রাখা হয়েছে।

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের গাহিনী বিশেষজ্ঞ ডা.নাজমা মজুমদার লিরা বলেন, ‘বাচ্চাদের মা সুস্থ আছেন। চারটি শিশু নয় মাসে জন্ম নেওয়ায় কিছুটা সমস্যা রয়েছে। চারটি শিশুর মধ্যে দুইটি শিশুর ওজন তুলনামূলক কম হওয়ায় শিশু দুইটিকে হাসপাতালের শিশু ওয়ার্ডে রেখে চিকিৎসা প্রদান করা হচ্ছে।

নবজাতকদের বাবা সাইফুল ইসলাম বলেন, সালদা নদীর পাশে রেলওয়ে স্টেশনে চা দোকানদারী করতাম । করোনা কারনে ব্যবসা ক্ষতি হওয়ায় এখন বেকার। পরিবার চালাতে অনেক কষ্ট হয়। প্রথম সন্তানকে নিয়ে স্ত্রী থাকেন গ্রামের বাড়িতে। বেকার অবস্থায় পরিবারকে নিয়ে এখন অনেক আর্থিক কষ্টে জীবন যাপন করছি।

চার নবজাতকের দাদী মজিনা বেগম বলেন,আমরা অনেক খুশি,আমার চার নাতী জন্ম নেওয়া আমাদের পরিবারকে আলোকিত করেছে।আল্লাহ যেন আমার নাতীদের সুস্থ রাখে।

আর পড়তে পারেন