মঙ্গলবার, ১৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

কুমিল্লায় কাউন্সিলরকে গুলি করে হত্যার ঘটনায় অবশেষে মামলা দায়ের

আজকের কুমিল্লা ডট কম :
নভেম্বর ২৪, ২০২১
news-image

 

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা সিটি কর্পোরেশনের কাউন্সিলর সৈয়দ মো. সোহেলসহ দুজনকে গুলি করে হত্যার ঘটনায় কোতোয়ালি মডেল থানায় মামলা হয়েছে।

মঙ্গলবার রাত সোয়া ১২টার দিকে কাউন্সিলর সৈয়দ মো. সোহেলের ছোট ভাই সৈয়দ মো. রুমন বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

কুমিল্লা কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) কমল কৃষ্ণ ধর এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, নগরীর ১৬নং ওয়ার্ডের শাহ আলমসহ ১১ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ১০ জনকে আসামি করে মামলাটি দায়ের করা হয়। তবে এ মামলায় এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জনায়, সোমবার (২২ নভেম্বর) বিকেল ৪টার দিকে ১৭ নং ওয়ার্ডের কাউন্সিলর সোহেল পাথুরীয়াপাড়ায় তার কার্যালয়ে বসে কথা বলছিলেন। এ সময় মুখোশ পরা একদল দুর্বৃত্ত তার আফিসে ঢুকে তাকে গুলি করে। এতে কাউন্সিলর সোহেল মাটিতে লুটিয়ে পড়েন। গুলিবিদ্ধ হন হরিপদ সাহা, আওলাদ হোসেন রাজু, মো. জুয়েল ও মো. রাসেল। এ সময় স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা গুলি ও ককটেল বিস্ফোরণ করতে করতে মোটরসাইকেলযোগে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে ভর্তি করান।

আর পড়তে পারেন