শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কুমিল্লায় খোলাবাজারে চাল বিক্রি শুরুঃ প্রথম দিনে পাচ্ছেন ১ লাখ ২৮ হাজার মানুষ

আজকের কুমিল্লা ডট কম :
সেপ্টেম্বর ১, ২০২২
news-image

 

স্টাফ রিপোর্টার:
কুমিল্লায় ওএমএস ও টিসিবি কার্যক্রম সম্প্রসারণে লক্ষ্যে খোলা বাজারে চাল বিক্রি শুরু হয়েছে। প্রথমদিনে ১ লাখ ২৮ হাজার মানুষের মধ্যে ৫ কেজি করে ওএমএসের চাল বিক্রি করা হবে।

বৃহস্পতিবার  (১ সেপ্টেম্বর) সকালে নগরীর ফৌজদারি এলাকায় ওএমএস চাল খোলাবাজারে বিক্রি কার্যক্রম উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান।

একই দিনে খাদ্যবান্ধব কর্মসূচিতে ইউনিয়ন পর্যায়ে ১ লাখ ১৯ হাজার কার্ডধারী মানুষের মাঝে ১৫ টাকা কেজি করে চাল বিতরণের কর্মসূচি শুরু হয়েছে। মাসে দুইবার ১ জন কার্ডধারী ৩০ কেজি করে চাল পাবেন।

কুমিল্লা সিটি কর্পোরেশন এলাকায় সাতটি ট্রাকে ২ টন করে চাল ও ২৩টি দোকানে ২ টন চাল ও ৫০০ কেজি করা আটা বিক্রি করা হবে। একজন ব্যক্তি ৩০ টাকা কেজি দরে ৫ কেজি চাল ও ১৮ টাকা কেজি দরে তিন কেজি করে আটা ক্রয় করতে পারবেন।

আর পড়তে পারেন