শনিবার, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কুমিল্লায় চিকিৎসককে পেটানোর ঘটনায় গ্রেফতার ৩ আসামী কারাগারে

আজকের কুমিল্লা ডট কম :
জুলাই ২৭, ২০২১
news-image

 

স্টাফ রিপোর্টার:

কুমিল্লায় একটি বেসরকারি হাসপাতালে (মনিপাল এএফসি হসপিটাল) করোনা আক্রান্ত রোগীর স্বজনদের হামলায় মোঃ তানভীর আকবর নামে এক চিকিৎসক আহত হয়েছেন। এসময় দুষ্কৃতকারীরা হাসপাতালেও ভাংচুর চালায়। এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে ৩ জন এজাহার নামীয় আসামীকে গ্রেফতার করে। তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেন কুমিল্লা অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সোহান সরকার।

গ্রেফতারকৃতরা হলেন নগরীর নোয়াগাঁও এলাকার ডাঃ এম এ হোসাইনের ছেলে মোঃ মোজাম্মেল হোসাইন অয়ন, আবদুল্লাহ আল মামুন অনন্ত, আবদুল কাদের অনিক।

অতিরিক্ত পুলিশ সুপার সোহান সরকার জানান, রবিবার রাত ৯ টায় করোনা আক্রান্ত রোগীর স্বজনরা চিকিৎসক মোঃ তানভীর আকবরকে মারধর করে। এ ঘটনায় ওই চিকিৎসক বাদী হয়ে ৩ জনের নামোল্লেখ এবং অজ্ঞাত ৪/৫ জনের নামে কোতয়ালী থানায় মামলা দায়ের করে।

পরে পুলিশ অভিযান চালিয়ে ঘটনার পরদিন সোমবার বিকেলে নোয়াগাঁও নিজ বাড়ি থেকে আবদুল্লাহ আল মামুন অনন্তকে গ্রেফতার করে। এছাড়াও সোমবার রাতেই অভিযান চালিয়ে মামলার অপর আসামী মোজাম্মেল হোসেন অয়ন ও আবদুল কাদের অনিককে ঢাকার মগবাজার থেকে গ্রেফতার করা হয়।

আর পড়তে পারেন