রবিবার, ২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কুমিল্লায় জেএসসিতে শতভাগ পাস করেছে ২৩৯টি শিক্ষা প্রতিষ্ঠান

আজকের কুমিল্লা ডট কম :
ডিসেম্বর ৩১, ২০১৯
news-image

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লা বোর্ডে জেএসসিতে শতভাগ পাস করা প্রতিষ্ঠানের সংখ্যা ২৩৯টি। কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীন অনুষ্ঠিত জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এ বছর এ বোর্ডে পাসের হার ৮৮.৮০
শতাংশ। গতবার পাসের হার ছিল ৮৬.৯৯ শতাংশ। গতবারের তুলনায় এবার পাসের হার, জিপিএ-৫ ও শতভাগ উত্তীর্ণ শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা বেড়েছে।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দুপুর ১২টায় কুমিল্লা শিক্ষাবোর্ডের সম্মেলন কক্ষে ফল ঘোষণা করেন বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ড. মো. আসাদুজ্জামান। এ সময় উপস্থিত ছিলেন উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মো. শহিদুল ইসলাম, হাবিবুর
রহমান, উপ-সচিব (প্রশাসন) এ কে এম শাহাব উদ্দিন।

বোর্ড সূত্রে জানা যায়, এ বোর্ডের অধীন ৬ জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে এ বছর মোট ২ লাখ ৭০ হাজার ৯৭৪ জন শিক্ষার্থী জেএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে। এদের মধ্যে ছেলে ১ লাখ ১১ হাজার ৮৩৭ জন এবং মেয়ে ১ লাখ ৫৯ হাজার ১৩৭ জন। মোট শিক্ষার্থীদের মধ্যে উত্তীর্ণ হয় ২ লাখ ৪০ হাজার ৬২২ জন।

এদের মধ্যে ৯৯ হাজার ৯২৮ জন ছেলে ও ১ লাখ ৪০ হাজার ৬৯৪ জন মেয়ে। এক্ষেত্রে ছেলেদের পাসের হার ৮৯.৩৫ শতাংশ ও মেয়েদের পাসের হার ৮৮.৪২ শতাংশ। এবার বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ৬ হাজার ১৩১ জন।তন্মধ্যে ছেলে ২ হাজার ১১৮ জন ও মেয়ে ৪ হাজার ১৩ জন।

২০১৮ সালের তুলনায় এবার কুমিল্লা বোর্ডে বেড়েছে পাসের হার, জিপিএ-৫ ও শতভাগ উত্তীর্ণ শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা। ওই সালে পাসের হার ছিল ৮৬.৯৯ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছিল ৩ হাজার ৭৪২ জন শিক্ষার্থী। এদিকে এ বোর্ডের অধীন ৬ জেলার মোট ১ হাজার ৯২৮টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে চলতি বছর শতভাগ পাস করা প্রতিষ্ঠানের সংখ্যা ২৩৯টি। গতবছর শতভাগ পাস করা প্রতিষ্ঠানের সংখ্যা ছিল ১৫৮টি।

আর পড়তে পারেন