বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কুমিল্লায় নিহতদের স্মরণে জলঢাকায় কালো ব্যাচ ধারণ কর্মসূচী

আজকের কুমিল্লা ডট কম :
জানুয়ারি ২৮, ২০১৯
news-image

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লা চৌদ্দগ্রামে ইটভাটায় নিহতদের স্মরণে আগামীকাল মঙ্গলবার সকল মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে কালো ব্যাচ ধারণ কর্মসূচি ঘোষণা করেছে জলঢাকা মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর।

আজ সোমবার সন্ধ্যায় জলঢাকা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা চঞ্চল কুমার ভৌমিক এ ঘোষণা দেন।

আগামীকাল মঙ্গলবার সকাল ১০ টায় জলঢাকা মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ে নিহতদের স্মরণে কালো ব্যাচ ধারণ কর্মসূচীর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন উপজেলা প্রশাসনের কর্মকর্তারা। এ সময় একযোগে উপজেলার মাদরাসাসহ ৮০টি মাধ্যমিক স্তরের শিক্ষার্থীরাসহ শিক্ষকগণ কালো ব্যাচ ধারণ করবেন।

এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা চঞ্চল কুমার ভৌমিক বলেন, নিহতদের স্মরণে আগামীকাল মঙ্গলবার শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কালো ব্যাচ ধারণ করা হবে এবং পরবর্তীতে নিহত পরিবারগুলোকে আর্থিক সহায়তা প্রদানের চিন্তা ভাবনা আছে।

উল্লেখ্য, গত শুক্রবার ভোরে কুমিল্লার চৌদ্দগ্রামে কয়লাবাহী ট্রাক উল্টে ১৩ শ্রমিক নিহত হয়। যাদের প্রত্যেকের বাড়ি নীলফামারীর জলঢাকায়। নিহত ১৩ জনের মধ্যে ৭ জন ছিল মাধ্যমিক স্তরের ছাত্র।

আর পড়তে পারেন