রবিবার, ২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কুমিল্লায় পালিত হল বাঙালীর প্রাণের উৎসব বাংলা নববর্ষ

আজকের কুমিল্লা ডট কম :
এপ্রিল ১৫, ২০১৮
news-image

আশিকুর রহমান সোহেলঃ
বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে কুমিল্লা জুড়ে পালিত হল বাঙালির প্রাণের উৎসব বাংলা নববর্ষ ।
এ উপলক্ষে শনিবার সকালে কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য হাজী আ.ক.ম. বাহাউদ্দিন বাহার বাংলা নববর্ষ উপলক্ষে কুমিল্লা জেলা প্রশাসন আয়োজিত মঙ্গল শোভাযাত্রার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

এসময় কুমিল্লা জেলা প্রশাসক মোঃ আবুল ফজল মীর, কুমিল্লার পুলিশ সুপার শাহ আবিদ হোসেন ও কুমিল্লা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান মোঃ রূহুল আমিন ভূইয়া উপস্থিত ছিলেন ।

পরে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারী কলেজ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে জেলা শিল্পকলা একাডেমী প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। সম্মিলিত সাংস্কৃতিক জোট, কুমিল্লা সাংস্কৃতিক জোটসহ কুমিল্লার বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন রংবেরংয়ের ব্যানার ফেস্টুন প্লেকার্ড ও বাঙালী সংস্কৃতির বিভিন্ন ঐতিহ্যবাহী সাজসজ্জায় অনুষ্ঠিত হয় এ মঙ্গল শোভাযাত্রা।

নানা রকমের মুখোশ, ঢোল, বাঁশি, ভুভুজেলাসহ হরেক রকমের বাদ্যযত্র নিয়ে বিভিন্ন শ্রেণী পেশার লোক শোভাযাত্রায় অংশ নেয়।

আর পড়তে পারেন