শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

দেবিদ্বারে ঢাকাস্থ উজানীজোড়া ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি ও সম্মাননা প্রদান

আজকের কুমিল্লা ডট কম :
মার্চ ১৭, ২০১৯
news-image

 

মোঃ জামাল উদ্দিন , দেবিদ্বারঃ

ঢাকাস্থ উজানীজোড়া ফাউন্ডেশনের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের বৃত্তি ও সম্মননা প্রদান করা হয়।

রবিবার বিকালে দেবিদ্বার উপজেলা উজানীজোড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এক অনুষ্ঠানের মধ্যদিয়ে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের বৃত্তি ও সম্মননা প্রদান এবং হাফেজদের মাঝে পাগড়ি প্রদান করা হয়েছে। বল্লভপুর মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোঃ আব্দুল হালিম খন্দকারের সভাপতিত্বে ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. মোঃ সফিকুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন ঢাকাস্থ উজানীজোড়া ফাউন্ডেশনের সভাপতি আবুল কালাম আজাদ (বুলবুল)।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন ঢাকাস্থ উজানীজোড়া ফাউন্ডেশনের উপদেষ্টা শহিদুল ইসলাম খন্দকার (স্বপন), আইন উপদেষ্টা মহিবুল্লাহ খান, সাধারন সম্পাদক মোঃ মিজানুর রহমান মাস্টার, ইঞ্জিনিয়ার তাজুল ইসলাম খন্দকার, মোঃ নজরুল ইসলাম মাস্টার, প্রধান শিক্ষিকা শ্রীমতি মঞ্জিল রানী দাস, মোঃ শফিকুর রহমান মাস্টার, ঢাকাস্থ উজানীজোড়া ফাউন্ডেশনের সহ সাধারন সম্পাদক মোঃ মোসলেহ উদ্দিন, দপ্তর সম্পাদক মোবারক হোসেন খন্দকার, সহ প্রচার সম্পাদক রবেল খন্দকার ও কামরুল ইসলাম শিপন প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনায় করেন ঢাকাস্থ উজানীজোড়া ফাউন্ডেশনের প্রচার সম্পাদক ছাদেকুর রহমান খন্দকার ও সদস্য মোঃ আমির হোসাইন। অনুষ্ঠান শেষে সমাজসেবায় অবদানের জন্য স্থানীয় ৭জন গুনী ব্যাক্তি, ২০১৮ সালে প্রাথমিক সমাপনী পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ১২শিক্ষার্থী, ৪জন হাফেজ ও ৪টি শিক্ষা প্রতিষ্ঠানকে সম্মাননা প্রদান করা হয়।