শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

কুমিল্লায় রেলওয়ে গার্ডকে খুঁজে না পাওয়ায় যাত্রা করেনি ট্রেন!

আজকের কুমিল্লা ডট কম :
অক্টোবর ২০, ২০১৯
news-image

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার লাকসাম রেলওয়ে জংশনে গার্ডকে খুঁজে না পাওয়ায় নির্দিষ্ট সময়ের দুই ঘণ্টা পরেও ট্রেন গন্তব্যে যাত্রা শুরু করতে পারেনি। এতে লাকসাম থেকে নোয়াখালীগামী ৪৬নং ডাউন ট্রেনটির শত শত যাত্রী ভোগান্তিতে পড়েন।

শনিবার সন্ধ্যা ৬টায় লাকসাম রেলওয়ে জংশন থেকে ওই ট্রেনটি ছাড়ার কথা ছিল। নির্দিষ্ট সময়ে ট্রেনটি না ছাড়ায় যাত্রীদের বিক্ষোভ করতে দেখা গেছে।

লাকসাম থেকে চৌমুহনীগামী ট্রেন যাত্রী শাহাবুদ্দিনসহ একাধিক যাত্রী জানান, লাকসাম নোয়াখালী সড়কে একমাত্র লোকাল ট্রেনের অপেক্ষায় আমরা সারাদিন থাকি। কিন্তু কর্তৃপক্ষের অবহেলা আর অব্যবস্থাপনায় শত শত যাত্রী রেল স্টেশনে আটকা পড়েছে। ট্রেনটির যাত্রা বাতিল না করায় আমরা টিকেটের মূল্যও ফেরত না পাওয়ায় বিকল্প পথেও যেতে পারছি না।

রাত ৮টায় লাকসাম রেলওয়ে জংশনের ভারপ্রাপ্ত স্টেশন মাস্টার ইকবাল হোসেন মুঠো ফোনে জানান, ট্রেনের গার্ডকে খুঁজে না পাওয়ায় নির্দিষ্ট সময়ের পরও ট্রেনটি পরিচালনা করা সম্ভব হচ্ছে না। তবে গার্ডকে খুঁজে পেলে ট্রেনটি হয়তো নোয়াখালীর উদ্দেশে চালানো সম্ভব হবে।

আর পড়তে পারেন