রবিবার, ২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কুমিল্লায় ৮৬ লাখ টাকার সিগারেট লুণ্ঠনকারী ৩ ডাকাতসহ গ্রেফতার ৫

আজকের কুমিল্লা ডট কম :
জুলাই ৩১, ২০১৭
news-image

 

স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে ৮৬ লাখ টাকার সিগারেট লুণ্ঠনের সাথে জড়িত ৩ আন্ত:জেলা ডাকাত দলের সদস্যসহ ৫জনকে গ্রেফতার করা হয়েছে। গত ২৮ জুন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জেলার আদর্শ সদর উপজেলার আলেখারচর এলাকা থেকে ১০/১২ জনের সশস্ত্র ডাকাত দল ডিবি পুলিশ পরিচয়ে একটি সিগারেটের গোডাউন থেকে ৮৬ লক্ষাধিক টাকার সিগারেট লুটে নিয়েছিল। গত ৬ দিন ধরে জেলা ডিবি পুলিশের দল নারায়ণগঞ্জ ও ঢাকার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে বাবু, রাসেল ও দুলালসহ ৩ ডাকাত ও তাদের পরিবারের ২ সদস্যকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের মধ্যে ৩ ডাকাত সোমবার কুমিল্লার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছে।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গত ২৮ জুন দিবাগত গভীর রাতে জেলার আদর্শ সদর উপজেলার আলেখারচর এলাকার একটি গোডাউনের গেট ভেঙ্গে গার্ডদের হাত-পা বেধে ও অস্ত্রের মুখে জিম্মি করে গোডাউন থেকে ৮৬ লক্ষাধিক টাকার সিগারেট ও ৫টি মোবাইল সেট লুটে নেয়। এ সময় ডাকাত দল গোডাউনের অফিসের কম্পিউটার রুম থেকে সিসিটিভির রেকর্ডার খুলে নেয়। এ ঘটনায় পরদিন কোতয়ালী মডেল থানায় মামলা দায়ের করা হয়। পরে মামলার তদন্তের দায়িত্ব পায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। ডিবির এসআই সহিদুল ইসলামের নেতৃত্বে ডিবির একটি দল লুণ্ঠিত মোবাইল ফোন এবং মেঘনা গোমতী সেতুর সিসিটিভির ফুটেজ পর্যবেক্ষণে ডাকাতদের গ্রেফতারে অভিযানে মাঠে নামে। গত ৬ দিন ধরে ঢাকা ও নারায়ণগঞ্জের বিভিন্ন স্থানে ডিবি পুলিশ অভিযান চালিয়ে ৩ ডাকাতসহ ৫ জনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হচ্ছে- জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার তিলিপপুর গ্রামের রফিকের ছেলে বাবু (৩২), বরিশালের বামনা উপজেলার ছালিতাবুন্যা গ্রামের দলু গাজির ছেলে রাসেল ওরফে লেংড়া রাসেল (৩৮), ঢাকার ডেমরা থানার ডগাইর গ্রামের আবুল কাসেমের ছেলে দুলাল (৪১), ডেমরার কোনাপাড়া আল-আমিন রোড এলাকার কামাল মিয়ার স্ত্রী রীতা বেগম (২৬) এবং একই এলাকার জামাল উদ্দিনের স্ত্রী বানু বেগম (৫০)। মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবির এসআই শহিদুল ইসলাম জানান, গ্রেফতারকৃত ডাকাত সদস্য বাবু ও রাসেল গত শনিবার এবং দুলাল সোমবার বিকালে কুমিল্লার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মুস্তাইন বিল্লাহর আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছে। তাদের স্বীকারোক্তির ভিত্তিতে অপর ডাকাতদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

 

আর পড়তে পারেন