শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কুমিল্লা ইষ্টার্ণ প্লাজা খোলা ছিলনা, এটা ভুল বোঝাবুঝির অংশ বিশেষ – মনজুরুল আলম

আজকের কুমিল্লা ডট কম :
মে ২০, ২০২০
news-image

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা ইষ্টার্ণ প্লাজা দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক মনজুরুল আলম জানান, প্রাণঘাতি করোনার প্রভাব থেকে মুক্ত রাখতে কুমিল্লায় লকডাউন চলছে। পাশাপাশি  দোকান মালিক সমিতির সিদ্ধান্ত অনুযায়ী আমরা মার্কেট বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছি। তা অব্যাহত আছে। আমাদের ব্যবসায়িক ক্ষতির কথা  বাদ দিয়ে বৃহত্তর মানুষের কল্যাণের কথাই আমরা আগে ভাবছি। করোনা প্রতিরোধে সম্মিলিতভাবে কাজ করছি।

তিনি বলেন, মঙ্গলবার দুপুরে যে ঘটনাটি ঘটেছে তা ভুল বোঝাবুঝির অংশ বিশেষ। যেহেতু এখন মার্কেট বন্ধ সেহেতু বিভিন্ন দোকানে ময়লা জমে আছে অনেক দিন ধরে। তাই ব্যবসায়িরা মাঝে মাঝে দোকান খুলে পরিষ্কার করে আবার চলে যায়। মঙ্গলবারও এমনটাই ঘটেছে। কয়েকজন দোকানদার দোকান খুলে পরিষ্কার করছিল। এমন সময় বাইরের কয়েকজন লোক ভিতরে ঢুকে গিয়েছিল। কিছু অপপ্রচার কারি এ বিষয়টিকে নেতিবাচকভাবে নিয়ে প্রশাসনকে ভুল তথ্য প্রদান  করে। আসলে আমরা ব্যবসায়ি সমিতির নির্দেশনাকে সম্মান করি। আগে মানুষের জীবন, পরে ব্যবসা। আজ যা ঘটলো তা পুরোপুরি ভুল বোঝাবুঝি। আমরা দোকান খোলা রাখছি না। বন্ধ থাকবে ঈদ পর্যন্ত।

আর পড়তে পারেন