রবিবার, ২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কুমিল্লা জিলা স্কুল ২০০২ ব্যাচের উদ্যোগে ইফতার ও দোয়া অনুষ্ঠিত

আজকের কুমিল্লা ডট কম :
এপ্রিল ২২, ২০২৩
news-image

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা জিলা স্কুল ২০০২ ব্যাচের বন্ধুদের উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া  অনুষ্ঠিত হয়েছে। পুরনো অতীতকে বাচিয়ে রাখার জন্য রমজানের শেষ দিনে এ ইফতার ও পুনর্মিলনের আয়োজন করা হয়।  এ সময় অতীতের স্বপ্নময় সময়গুলো সবাই স্মৃতিচারণ করেন৷

এ ব্যাচের বন্ধুরা বলেন, সামনে যত দিন বেচে থাকবো সবাই এভাবে যেন মিলিত হতে পারি আল্লাহর কাছে এই দোয়া রইল। এ এক অন্যরকম অনুভূতি। কিছু সময়ের জন্য মনে হয়েছে আমরা সবাই সেই ২০০২ সালে জিলা স্কুলের সময়টায় চলে গিয়েছিলাম।

এ ব্যাচের শিক্ষার্থী পিয়াস বলেন, প্রত্যেক বছর আমাদের ইফতার আড্ডা হয়। সবাই এই দিনটার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে।

সাইফুল রানা বলেন, ইফতারের পূর্ববর্তী স্বস্তিকর আবহাওয়া, ইফতারে তিন রকমের রং- বেরং এর শরবত তারপর ইফতার পরবর্তী রহমতের বৃষ্টি সব মিলিয়ে সবাই অনেক প্রাণবন্ত ছিল। প্রত্যেকের মধ্যে যথেষ্ট উচ্ছ্বাস দেখা গেছে, তাই ধন্যবাদ দিয়ে এই মিলন মেলার সমাপ্তি টানতে চাই না। এই ধরনের আয়োজন চলতে থাকুক বুড়া কাল অবধি।

আর পড়তে পারেন