সোমবার, ২৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কুমিল্লা নগরীতে কাচ্চি ডাইনকে মোবাইল কোর্টের মাধ্যমে ৫০ হাজার টাকা জরিমানা

আজকের কুমিল্লা ডট কম :
জানুয়ারি ২২, ২০২৪
news-image

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা নগরীতে কাচ্চি ডাইনকে বিএসটিআইয়ের মোবাইল কোর্টের মাধ্যমে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
.
সোমবার (২২ জানুয়ারি)  সকালে  বিএসটিআই ও কুমিল্লা জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে  নগরীর নজরুল এভিনিউ রোডের কাচ্চি ডাইন প্রতিষ্ঠানে পণ্য মোড়কজাতকরণ নিবন্ধন সনদ গ্রহণ না করে বোরহানী, ফিরনী ও বাদাম শরবত প্রস্তুত, মোড়কজাত ও বিক্রয় করায় ”ওজন ও পরিমাপ মানদন্ড আইন -২০১৮” এর ৪১ ধারায় ২৫ হাজার টাকা  জরিমানা করা হয়। একই প্রতিষ্ঠানকে বিএসটিআই হতে গুণগত মান সনদ গ্রহণ ব্যতীত টিস্যু (ব্র‍্যান্ড: কাচ্চি ডাইন) পণ্য প্রস্তুত, মোড়কজাত করায় ‘বিএসটিআই আইন-২০১৮’ এর ২৭ ধারা অনুযায়ী ২৫  হাজার টাকা জরিমানা করা হয়।

কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয়ের  সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইমদাদুল হক তালুকদারের নেতৃত্বে  এ ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই, কুমিল্লা অফিসের পরিদর্শক  আরিফ উদ্দিন প্রিয় এবং ফিল্ড অফিসার  মো: শাহিদুল ইসলাম।

আর পড়তে পারেন