শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

তুলি’র আঁচরে প্রতিমা তৈরিতে ব্যস্ত নবীনগরের মৃৎ শিল্পীরা

আজকের কুমিল্লা ডট কম :
সেপ্টেম্বর ২৬, ২০১৯
news-image

 

মো. দেলোয়ার হোসেন, নবীনগর ঃ
কয়েকদিন পরই শুরু হতে যাচ্ছে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপূঁজা। মা দূর্গাকে স্বাগত জানাতে নানান রঙে প্রস্তুত হচ্ছে সকল পূঁজা মন্ডপ। শেষ মূহুর্তে তুলি’র আঁচরে প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পাড় করছে নবীনগরের মৃৎ শিল্পীরা।

সময় যত ঘনিয়ে আসছে ততই বাড়ছে ব্যস্ততা। আগামী ০৪ অক্টোবরে মহাষষ্ঠি পূঁজার মধ্য দিয়ে শুরু হতে যাচ্ছে এবারের শারদীয় দূর্গা পূঁজা। এ বছর নবীনগর উপজেলায় ১২৫ টি পূঁজা মন্ডপে শারদীয় দূর্গাপূঁজা অনুষ্ঠিত হবে। মন্ডপ থেকে মন্ডপে বেঁজে উঠবে ঢাক ঢোল আর কাঁসার শব্দ। পাঁচ দিনের এই উৎসবের পর ০৯ অক্টোবর বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের পর ঘটবে সমাপ্তি।
ব্রা‏‏হ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার ভোলাচং গ্রামের মৃৎ শিল্পীরা কাদা-মাটি, বাঁশ, খড়, সুতলি দিয়ে শৈল্পিক ছোঁয়ায় তিল তিল করে গড়ে তোলা দেবী দুর্গার প্রতিমা তৈরিতে ব্যাস্ত সময় পার করছেন। মাটির কাঠামো নির্মাণের মূল কাজ শেষ করেছেন মৃৎ শিল্পীরা। এখন বাকি রং তুলির ছোঁয়ায় প্রতিমার রূপ যৌবনা ফিরিয়ে আনার মূল কাজ।

প্রতিমা তৈরি কারিগররা ‘আজকের কুমিল্লাকে’ জানান, আমরা যেই পরিমান পরিশ্রম করি সেই তুলনায় লাভ কম। এছাড়া আমাদের এখানে অনেক পরিবার আছে যারা এই পেশায় জড়িত শুধুমাত্র অর্থের অভাবে তারা পূজার সময়েও প্রতিমা তৈরিতে আসতে পারছে না। তাই সরকার যদি এই পেশায় জড়িত মৃৎ শিল্পীদের আর্থিক অনুদানের বন্দোবস্ত করে দিতেন, তাহলে অনেক পরিবার এই প্রতিমা তৈরি করে আর্থিকভাবে স্বচ্ছল হতে পারতো।

এ বিষয়ে নবীনগর উপজেলা পূজা উদযাপন পরিষদের সিনিয়র সহ-সভাপতি, কালের কণ্ঠের সাংবাদিক গৌরাঙ্গ দেবনাথ অপু ‘আজকের কুমিল্লাকে’ বলেন, পূজার সামগ্রিক পরিবেশ যে কোন সময়ের তুলনায় এবার ভালো, প্রশাসনের প্রস্তুতিও চোখে পড়ার মতো। আশা করছি সুষ্ঠুভাবেই এবারের পূঁজা সমাপ্ত হবে।

পূঁজায় সকল প্রকার নিরাপত্তা ব্যবস্থা জোরদার থাকবে বলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুম ‘আজকের কুমিল্লাকে’ বলেন, নবীনগর উপজেলায় এ বছর ১২৫টি মন্ডপে পূঁজা উদযাপন হবে। প্রতিটি মন্ডপেই আমাদের আইন শৃংখলা বাহিনীর সদস্যরা সার্বক্ষণিক তৎপর থাকবে।

উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মনিরুজ্জামান মনির ‘আজকের কুমিল্লাকে’ বলেন, এবারের পূজায় অন্যান্য সময়ের তুলনায় সর্ব সাধারণ আরো উৎফুল্লভাবে পূঁজা উদযাপন করবে। আমাদের পক্ষ থেকে সকল নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

আর পড়তে পারেন