শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

কুমিল্লা নগরীতে জীবাণুনাশক দিয়ে যানবাহন পরিষ্কার করার কর্মসূচী পালন করলো সেনাবাহিনী

আজকের কুমিল্লা ডট কম :
মার্চ ২৭, ২০২০
news-image

স্টাফ রিপোর্টারঃ
করোনা যুদ্ধ করব জয়, ঘরের বাইরে আর নয় এবং ঘন ঘন করি হাত ধোয়ার অভ্যাস, সচেতন হয়ে রুখবো মোরা করোনা ভাইরাস এ শ্লোগান নিয়ে কুমিল্লা মহানগরীতে বাংলাদেশ সেনাবাহিনী, কুমিল্লা এরিয়ার উদ্যোগে কম খরচে জীবাণুনাশক দিয়ে যানবাহন পরিষ্কার করার কার্যক্রম অনুষ্ঠিত হয়।

শুক্রবার (২৭ মার্চ) সকাল সাড়ে ১০ টায় নগরীর পূবালী চত্ত্বরের সামনে সচেতনতামূলক এ কর্মসূচী পালন করেন।

এ সময় পানিতে ব্লিচিং পাউডার মিশিয়ে কিভাবে সিএনজি চালিত অটোরিক্সার চাকা ও সিট পরিষ্কার করা হয় , সে বিষয়ে সচেতনতামুলক নির্দেশনা দেয়া হয় এবং সিএনজি চালককে জীবাণুনাশক দিয়ে হাত ধোয়ার পদ্ধতি দেখানো হয়।

এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা সেনাবাহিনীর ৩১ বীরের কমান্ডিং অফিসার লে. কর্ণেল মাহবুব আলমসহ সেনানিবাসের অন্যান্য কর্মকর্তারা।

আর পড়তে পারেন