শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কুমিল্লা নগরীর ঋষিপল্লীর ১৭০ টি অসহায় পরিবার পেলেন প্রধানমন্ত্রীর উপহার

আজকের কুমিল্লা ডট কম :
জুলাই ২৩, ২০২১
news-image

 

স্টাফ রিপোর্টার:

করোনা ভাইরাস সংক্রমণের লাগাম টেনে ধরতে আজ শুক্রবার থেকে সরকার ঘোষিত কঠোর লকডাউন চলছে।  কঠোর বিধিনিষেধ আরোপকালে নিম্ন আয়ের মানুষ যেন ক্ষুধার কষ্ট না পায় সে ব্যাপারে সদাজাগ্রত রয়েছে কুমিল্লা জেলাপ্রশাসন ।

এরই ধারাবাহিকতায় শুক্রবার ( ২৩ জুলাই) কুমিল্লার জেলাপ্রশাসক মোহাম্মদ কামরুল হাসান এর উদ্যোগে নগরীর ঋষিপল্লীতে বসবাসকারী মুচি ও নিম্ন আয়ের ১৭০ টি পরিবারের হাতে প্রধানমন্ত্রীর উপহারসামগ্রী তুলে দেওয়া হয়েছে।

কুমিল্লা হাই স্কুল মাঠে সকাল ১০ টায় হতদরিদ্র এসব পরিবারের হাতে উপহারসামগ্রী তুলে দেন অতিরিক্ত জেলাপ্রশাসক (সার্বিক) মোহাম্মদ শাহাদাত হোসেন। এ সময় আরও উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট  আশিক উন নবী তালুকদারসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

উপহারসামগ্রীর প্রতিটি প্যাকেটে রয়েছে চাল, ডাল, তেল, চিনি, সেমাই দুধ, মসলা সহ নিত্যপ্রয়োজনীয় পণ্য প্রায় সাড়ে ১১ কেজি।

কোভিড-১৯ অতিমারি থেকে দেশের মানুষকে রক্ষার পাশাপাশি সীমিত আয়ের মানুষের ক্ষুধার কষ্ট লাঘবে জেলাপ্রশাসনের এ উদ্যোগ অব্যাহত থাকবে বলে জানা যায়।

আর পড়তে পারেন