রবিবার, ২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

নাঙ্গলকোট থেকে মোটরসাইকেলযোগে সাগরপাড়ের উদ্দেশ্যে রওনা, পথিমধ্যেই মৃত্যু

আজকের কুমিল্লা ডট কম :
এপ্রিল ১৫, ২০২৩
news-image

 

ডেস্ক রিপোর্টঃ

কুমিল্লা নাঙ্গলকোট থেকে মোটরসাইকেলযোগে সাগরপাড়ে ইফতার করার উদ্দেশ্যে বন্ধুদের সঙ্গে চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র পাড়ে রওনা দেন যোবায়ের হোসেন। কিন্তু সাগর পাড়ে ইফতার করা হলো না তার। ইফতারের আগেই সড়ক দুর্ঘটনায় নিহত হন তিনি। শুক্রবার বিকালে ৪টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত যোবায়ের হোসেন (২৫) নাঙ্গলকোট উপজেলার ঢালুয়া ইউপির সরফাওতলী গ্রামের স্বর্ণ ব্যবসায়ী আবু বক্কর সিদ্দিকের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, নিহত যোবায়ের হোসেনসহ প্রায় ৩০ জন বন্ধু প্রায় ২০টি মোটরসাইকেল নিয়ে যাত্রা শুরু করেন। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বারইয়ার হাট এলাকায় লরির সঙ্গে ধাক্কা খেয়ে ঘটনাস্থলে গুরুতর আহত হলে তাকে চমেক হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্য ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের কাকা মাহমুদুল হাসান মাহমুদ বলেন, ২০টি মোটরসাইকেলযোগে বন্ধু-বান্ধব নিয়ে জুমার নামাজের পর চট্টগ্রাম পতেঙ্গা সি-বিচে ইফতার করার জন্য রওয়ানা দেয় যোবায়ের। বিকেল ৪টার দিকে বারাইয়ারহাট এলাকায় লরি মোটরসাইকেলকে চাপা দিলে গুরুতর আহত হয়। সহপাঠীরা উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়। এ ঘটনায় এলাকায় শোকের মাতম বইছে।

স্থানীয় ইউপি সদস্য রবিউল হক ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

আর পড়তে পারেন