শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কুমিল্লা নগরী বহুতলভবনে আগুন, ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ২ লাখ

আজকের কুমিল্লা ডট কম :
সেপ্টেম্বর ৪, ২০২১
news-image

 

ইসতিয়াক আহমেদ:

কুমিল্লা সিটি করপোরেশনের আওতাভুক্ত চকবাজার এলাকার একটি ৫তলা ভবনের চতুর্থ তলাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

আজ শনিবার  (৪ সেপ্টেম্বর) দুপুর আড়াইটায় এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের মোট ৪টি ইউনিট ১ ঘন্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনের সূত্রপাত কিভাবে হয়েছে তা এখনো জানা যায়নি।

স্থানীয় সূত্র জানায়, ভবনটির নিচতলায় আরব সুইটস বেকারি নামে একটি বেকারি আছে। আরব সুইটস বেকারির  গোডাউন ও কর্মচারীরা ঐ ভবনের ৪ তলার একটি ইউনিটে থাকে। স্থানীয়দের ধারণা গ্যাস সিলিন্ডার থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

কুমিল্লা ফায়ার সার্ভিসের সিনিয়র ষ্টেশন অফিসার মোঃ আলী আজম  জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে কুমিল্লা বাগিচাগাও অফিস থেকে ২ ইউনিট এবং কুমিল্লা ইপিজেড ষ্টেশন থেকে ২ ইউনিট মোট ৪ ইউনিট যেয়ে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসি। আগুনের সূত্রপাত এবং ক্ষয়ক্ষতির পরিমান এখন বলা যাচ্ছে না। তদন্তের পরে জানা যাবে।

এই বিষয়ে চকবাজার পুলিশ ফাঁড়ির ইন্সপেক্টর কায়ছার হামিদ  জানান, ভবনটির নিচতলার আরব সুইটস বেকারির গোডাউন ও কর্মচারীরা ঐ ৪ তলায় থাকে। বিদ্যুৎতের শর্টসার্কিটের মাধ্যমে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। জেনারেটরসহ গোডাউনে ২ লাখ টাকার মুদি মালামাল ছিলো বলে আমরা কর্তৃপক্ষ থেকে জানতে পেরেছি।

আর পড়তে পারেন