বুধবার, ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কুমিল্লা বিশ্ববিদ্যালয় : প্রত্যাশা, সংকট ও অপূর্ণতার ১৩ বছর

আজকের কুমিল্লা ডট কম :
মে ২৮, ২০১৯
news-image

 

স্টাফ রিপোর্টারঃ

দেশের ২৬তম পাবলিক বিশ্ববিদ্যালয় হিসেবে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছিল ২০০৬ সালের ২৮ মে। লালমাই পাহাড়ের পাদদেশে কোটবাড়ী শালবন বিহার ও ময়নামতি জাদুঘরসংলগ্ন এ বিদ্যাপীঠে বর্তমানে ১৯টি বিভাগে অধ্যয়নরত শিক্ষার্থী সংখ্যা প্রায় সাড়ে ছয় হাজার। প্রথম থেকেই বিশ্ববিদ্যালয়টিকে ঘিরে প্রত্যাশা ছিল তুঙ্গে। কিন্তু প্রতিষ্ঠার ১৩ বছরেও এসব প্রত্যাশার অধিকাংশই পূরণ হয়নি। উল্টো সেশনজট, অপ্রতুল আবাসন, অপর্যাপ্ত শ্রেণীকক্ষ, অপরিসর গ্রন্থাগারসহ নানা সংকটে ব্যাহত হচ্ছে বিশ্ববিদ্যালয়টির শিক্ষা কার্যক্রম।

বর্তমানে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রধান সমস্যা হয়ে দাঁড়িয়েছে বিভিন্ন বিভাগের সেশনজট। এর মধ্যে তীব্র সেশনজটে পড়েছে প্রত্নতত্ব বিভাগের বেশ কয়েকটি ব্যাচ। বিভাগটির ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা সম্প্রতি তৃতীয় সেমিস্টারের চূড়ান্ত পরীক্ষা দিয়েছেন। অথচ একই শিক্ষাবর্ষের অন্য অনেক বিভাগের শিক্ষার্থীরা এরই মধ্যে চতুর্থ সেমিস্টারের চূড়ান্ত পরীক্ষা শেষ করেছেন। একইভাবে আইসিটি, সিএসই, রসায়ন, ফার্মেসি, নৃবিজ্ঞান, লোক প্রশাসন, পদার্থ, অর্থনীতি ও ইংরেজি বিভাগের দু-একটি ছাড়া অধিকাংশ ব্যাচই সেশনজটের কবলে পড়েছে। প্রতিষ্ঠার ১৩ বছরেও সেশনজটের এ সংকট নিরসনে ব্যর্থ হচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। যে কারণে শিক্ষার্থীদের স্নাতক ও স্নাতকোত্তর শেষ করতে নির্ধারিত থেকে বেশি সময় লাগছে।

এদিকে বিশ্ববিদ্যালয়টির প্রায় সাড়ে ছয় হাজার শিক্ষার্থীর জন্য আবাসিক হল রয়েছে মাত্র চারটি। এর মধ্যে ছেলেদের তিনটি ও মেয়েদের একটি হলে সর্বোচ্চ ৯০০ শিক্ষার্থীর আবাসনের ব্যবস্থা রয়েছে। ফলে বর্তমানে বিশ্ববিদ্যালয়ের প্রায় ৮৫ শতাংশ শিক্ষার্থীই আবাসন সুবিধা পাচ্ছে না। মেয়েদের জন্য শেখ হাসিনা ও ছেলেদের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের চলমান সম্প্রসারণ কাজ এগোচ্ছে ধীরগতিতে। আবাসন সংকটে ভুগছেন শিক্ষক ও কর্মকর্তারাও।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল বিভাগের নির্বাহী প্রকৌশলী এসএম শহিদুল হাসান বলেন, হলগুলোর নির্মাণকাজ সম্পন্ন করার নির্ধারিত সময়সীমা এরই মধ্যে শেষ হয়ে গেছে। ঠিকাদাররা নতুন করে আগামী ডিসেম্বর পর্যন্ত সময় চেয়েছেন।

আবাসনের মতো একইভাবে বিশ্ববিদ্যালয়টিতে দেখা দিয়েছে শ্রেণীকক্ষ সংকট। আইসিটি, সিএসই, ফিন্যান্সসহ বেশকিছু বিভাগে এ সংকট তীব্র আকার ধারণ করেছে। যে কারণে শিক্ষক ও শিক্ষার্থীদের ইচ্ছা থাকা সত্ত্বেও যথাসময়ে পাঠদান সম্ভব হয় না। তাদেরকে শ্রেণীকক্ষ ফাঁকা হওয়ার জন্য অপেক্ষা করতে হয়। তাছাড়া শ্রেণীকক্ষগুলোয় পর্যাপ্ত শিক্ষাসহায়ক উপাদনের অভাব রয়েছে।

যেকোনো বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা কার্যক্রমের জন্য অপরিহার্য অনুষঙ্গ হলো পর্যাপ্ত বই, জার্নালসহ সুপরিসর গ্রন্থাগার। কিন্তু কুবিতে এখন পর্যন্ত কোনো পূর্ণাঙ্গ গ্রন্থাগার গড়ে ওঠেনি। এর বিপরীতে প্রশাসনিক ভবনের পঞ্চম তলায় দুটি কক্ষ কেন্দ্রীয় গ্রন্থাগার হিসেবে ব্যবহার হচ্ছে। এখানে একসঙ্গে সর্বোচ্চ ৮০ জন বসতে পারে। বইয়ের সংখ্যাও অপ্রতুল।

এ অবস্থায় শিক্ষর্থীরা দীর্ঘদিন ধরে স্বতন্ত্র গ্রন্থাগার ভবন নির্মাণের দাবি জানিয়ে আসছেন। একই সঙ্গে তারা চাইছেন সাপ্তাহিক ছুটির দিনসহ প্রতিদিন গ্রন্থাগার সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা রাখা হোক। কিন্তু এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে কোনো উদ্যোগ নেয়া হচ্ছে না।

গ্রন্থাগারের ডেপুটি লাইব্রেরিয়ান মহিউদ্দিন মোহাম্মদ তারিক ভূঞা বলেন, অফিস চলাকালীন ছাড়া অন্য সময়েও গ্রন্থাগার খোলা রাখা শিক্ষার্থীদের যৌক্তিক দাবি। কিন্তু এজন্য আমাদের আরো জনবল প্রয়োজন। তাছাড়া সার্বক্ষণিক জেনারেটর ও নিরাপত্তার ব্যবস্থাও করতে হবে। আমরা এ বিষয়ে ব্যবস্থা নেয়ার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আবেদন করেছি।

এদিকে কোনো আবাসিক চিকিৎসক ছাড়া প্রশাসনিক ভবনের নিচতলায় একটি অপরিসর কক্ষে কোনো রকমে চলছে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারের কার্যক্রম। পাঁচজন চিকিৎসক থাকলেও শিক্ষা ছুটিতে রয়েছেন দুজন। আবাসিক চিকিৎসক না থাকায় ছুটির দিনে কিংবা রাতে কেউ অসুস্থ হলে শিক্ষার্থীদের চরম বিপাকে পড়তে হয়। একটি অ্যাম্বুলেন্স রয়েছে, যেটি মাইক্রোবাস থেকে রূপান্তর করা। তাছাড়া এখানে পর্যাপ্ত ওষুধও সরবরাহ করা হয় না।

এ বিষয়ে মেডিকেল সেন্টারের সিনিয়র মেডিকেল অফিসার মাহমুদুল হাসান খান বলেন, সার্বক্ষণিক চিকিৎসাসেবার জন্য এখানে আবাসিক চিকিৎসক নিয়োগ দিতে হবে। পাশাপাশি চিকিৎসকের আবাসনেরও ব্যবস্থা করতে হবে। নিযোগ দিতে হবে অন্যান্য সহায়ক কর্মকর্তা-কর্মচারী। তবে এ বছর মেডিকেল সেন্টারটির বরাদ্দ ৭৫ হাজার থেকে বাড়িয়ে ১ লাখ টাকা করা হয়েছে। আমরা এর মধ্য দিয়েই শিক্ষার্থীদের সেবা দেয়ার চেষ্টা করে যাচ্ছি।

এদিকে বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে কোনো প্রধান ফটক না থাকা ও সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিয়েও শিক্ষার্থীদের অভিযোগ রয়েছে। বিশ্ববিদ্যালয়ে আসার পথে বেলতলী বিশ্বরোডের ফটকটির অবস্থাও বেহাল। এরই মধ্যে ওই ফটকে বিশ্ববিদ্যালয়ের নামফলকের কয়েকটি অক্ষর উঠে গেছে। ব্যবসায় শিক্ষা অনুষদ থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল সংলগ্ন অংশে নেই কোনো নিরাপত্তাবেষ্টনী। আগে কাঁটাতারের বেড়া থাকলেও বর্তমানে সেখানে কয়েকটি পিলার ছাড়া কিছু নেই। এতে রাতে ক্যাম্পাসের পেছনের অংশে বহিরাগত ও মাদকসেবীদের আনাগোনা বাড়ে। এছাড়া বিশ্ববিদ্যালয়সংলগ্ন এলাকায় প্রায়ই ছিনতাই ও চুরির ঘটনা ঘটছে। এ অবস্থায় বিশ্ববিদ্যালয় এলাকায় পুলিশ ফাঁড়ি স্থাপনের দাবি জানিয়ে আসছেন শিক্ষার্থীরা।

এসব বিষয়ে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মকর্তা সাদেক হোসেন মজুমদার বলেন, নিরাপত্তা প্রাচীর নির্মাণের বিষয়টি বিশ্ববিদ্যালয় প্রশাসনের আওতাভুক্ত। এখানে বাজেটসহ অনেক বিষয় রয়েছে। তবে বর্তমানে আমাদের নিরাপত্তা কর্মীর সংখ্যা পর্যাপ্ত নয়। নতুন হল ও একাডেমিক ভবনগুলো চালু হলে আরো নিরাপত্তা কর্মীর প্রয়োজন হবে। এ বিষয়ে রেজিস্ট্রার মহোদয়কে জানানো হয়েছে।

সার্বিক বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী বলেন, এ বিশ্ববিদ্যালয়ের অনেক সম্ভাবনা রয়েছে। বিশ্ববিদ্যালয়ের সংকটগুলো নিরসনে আমরা সচেষ্ট। এর মধ্যে মেগা প্রকল্পের আওতায় ভূমি অধিগ্রহণের কাজ চলমান রয়েছে। যদিও ওই প্রকল্পের টাকা এখনো আসেনি। সংশ্লিষ্ট সবাই আন্তরিক হলে এ বিশ্ববিদ্যালয়কে অনেক দূর এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হবে।

উল্লেখ্য, গত ২৩ অক্টোবর জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় কুবির উন্নয়নে ১ হাজার ৬৫৫ কোটি ৫৫ লাখ টাকার একটি মেগা প্রকল্প অনুমোদন পায়। এ প্রকল্পের আওতায় বিশ্ববিদ্যালয়ের জন্য জমি অধিগ্রহণ, ভৌত অবকাঠামোগত উন্নয়ন ও আবাসিক সমস্যা নিরসনসহ শিক্ষার্থীদের অন্য সুবিধা নিশ্চিতে কাজ করা হবে। ২০২৩ সালের জুনে এ প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা।

আর পড়তে পারেন