বৃহস্পতিবার, ১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কুমিল্লা বোর্ডের তিন কলেজে পাশ করেনি কেউ

আজকের কুমিল্লা ডট কম :
জুলাই ২৪, ২০১৭
news-image

 

সেলিম সজীবঃ

কুমিল্লা শিক্ষাবোর্ডের অধীনে বৃহত্তর কুমিল্লায় অবস্থিত তিন কলেজে কোনও শিক্ষার্থীই পাশ করেনি।

কলেজগুলো হলো ফেনী জেলা সদরে অবস্থিত বেগম শামসুন্নাহার গার্লস স্কুল অ্যান্ড কলেজ, লক্ষ্মীপুরের কমলনগরে অবস্থিত ফজু মিয়ারহাট হাইস্কুল অ্যান্ড কলেজ এবং নোয়াখালীর বেগমগঞ্জ থানার উপার মডেল কলেজ।

বেগম শামসুন্নাহার গার্লস স্কুল অ্যান্ড কলেজ থেকে পরীক্ষায় অংশ নিয়েছিল ১৪ জন, ফজু মিয়ারহাট হাইস্কুল অ্যান্ড কলেজ থেকে চারজন উপার মডেল কলেজ থেকে অংশ নেয় ১৭ জন পরীক্ষার্থী।

কুমিল্লা শিক্ষাবোর্ডের ডেপুটি কন্ট্রোলার হাবিবুর রহমান বলেন, “আমরা এখনও এসব প্রতিষ্ঠানের অকৃতকার্যতার কারণ বিশ্লেষণ করে বের করিনি। ”

এদিকে, কুমিল্লা শিক্ষাবোর্ডে শতভাগ পাশ করেছে আট প্রতিষ্ঠানে। এগুলো হলো ইস্পাহানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, কুমিল্লা ক্যাডেট কলেজ, ফেনী গার্লস ক্যাডেট কলেজ, কচুয়া চাঁদপুরের ড. মনসুর উদ্দিন মহিলা কলেজ, কুমিল্লার বরুড়ার ছোট তুলাগাঁও মহিলা কলেজ, কচুয়া চাঁদপুরস্থ নিন্দুপুর এম কে আলমগীর হাইস্কুল অ্যান্ড কলেজ, দেবিদ্বারের কুমিল্লা মডেল কলেজ, চাঁদপুরের দি কার্টার একাডেমি এবং ব্রাহ্মণবাড়িয়ার ইউনাইটেড কলেজ।

আর পড়তে পারেন