বৃহস্পতিবার, ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে শিক্ষার্থীদের মানববন্ধন

আজকের কুমিল্লা ডট কম :
অক্টোবর ৩১, ২০১৭
news-image

 

সেলিম সজীবঃ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের দুটি ধারা বাতিলের দাবি ‘আমরা শিক্ষার্থী হতে চাই, পরীক্ষার্থী না’ এ স্লোগানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নতুন নিয়মের দুটি ধারা বাতিলের দাবিতে মানববন্ধন করেছে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের শিক্ষার্থীরা।

সোমবার কলেজের ধর্মপুরস্থ ডিগ্রি শাখায় ‘হূদয়ে বঙ্গবন্ধু’ ম্যুরালের সামনে বিভিন্ন শিক্ষাবর্ষের কয়েকশ’ শিক্ষার্থী এ কর্মসূচি পালন করে। পরে তারা কলেজ অধ্যক্ষের মাধ্যমে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির নিকট স্মারকলিপি প্রদান করে। আন্দোলনকারী শিক্ষার্থীরা জানায়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৩-’১৪ সেশনের অনার্স তৃতীয় বর্ষের স্থগিত ফলাফল প্রকাশ এবং অনার্স ৪র্থ বর্ষের ফরম পূরণের সুযোগ না দিয়ে হঠাত্ করে বৈষম্যমূলক ধারা চাপিয়ে দিয়ে তা কার্যকর করছে। এতে শিক্ষার্থীরা ভোগান্তির শিকার হবে। এদিকে সিলেবাস শেষ না হওয়ার আগে পরীক্ষা নেওয়াকেও অগ্রহণযোগ্য বলে দাবি করেছে শিক্ষার্থীরা। তাদের দাবি, তারা শুধুমাত্র পরীক্ষার্থী নয়, শিক্ষার্থী হতে চায়। আগামী এক সপ্তাহের মধ্যে ‘বৈষম্যমূলক ওই দুটি ধারা বাতিল করা না হলে পরবর্তীতে সড়ক-মহাসড়ক ও রেললাইন অবরোধসহ কঠোর আন্দোলনের কর্মসূচি দেওয়ার ঘোষণা দেয় শিক্ষার্থীরা।

আর পড়তে পারেন