শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

কুমিল্লা লাকসামে প্রথম আক্রান্ত: দাউদকান্দিতে ৬ষ্ঠ

আজকের কুমিল্লা ডট কম :
এপ্রিল ১৬, ২০২০
news-image

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার লাকসাম দাউদকান্দি উপজেলার দুইজন করোনায় আক্রান্ত হয়েছেন। লাকসামে প্রথম আক্রান্ত এটি। দুইজন নারায়ণগঞ্জ থেকে এসেছেন। দুইজন আক্রান্তের বিষয়টি বৃহস্পতিবার নিশ্চিত করেছেন লাকসাম উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল আলম দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল ইসলাম খান। আক্রান্ত একজনের বাড়ি লাকসামের দোখাইয়া চাঁদপুরে অন্যজনের দাউদকান্দি পৌরসভার সাহাপাড়া এলাকার। দাউদকান্দিতে ছয়জন আক্রান্ত হয়েছেন।

বৃহস্পতিবার দুইজন বেড়ে জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়ায় ৩০ জনে।

কুমিল্লা সিভিল সার্জন অফিস সূত্র জানায়, কুমিল্লা জেলায় চার হাজার ৪৪৯ জনকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে। এর মধ্যে তিন হাজার ৩৩৪ জনকে রিলিজ দেয়া হয়েছে। বর্তমানে হোম কোয়ারেন্টিনে আছে এক হাজার ১১৬ জন। বৃহস্পতিবার পর্যন্ত কুমিল্লা জেলার ১৭টি উপজেলা থেকে ২৩৮ জনের নমুনা পাঠানো হয়েছে পরীক্ষার জন্য। মধ্যে ১৯০ জনের রিপোর্ট এসেছে। এই ১৯০ জনের মধ্যে করোনা শনাক্ত হয় বৃহস্পতিবার বিকাল পর্যন্ত ৩০ জনের।

আর পড়তে পারেন