শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কুমিল্লা শহরে ১১ জন ও সদরে ৩ জন করোনায় আক্রান্ত

আজকের কুমিল্লা ডট কম :
মে ২৪, ২০২০
news-image

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লা শহরে ১১ জন ও সদরে ২ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। আজ রবিবার (২৪  মে) করোনা ভাইরাসে নতুন করে আক্রান্ত হয়েছেন  ৮১  জন। সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে   ৬০৭ জনে।

শহরের নবাব বাড়ি চৌমুহনীতে একজন, ঝাউতলা এলাকায় একটি ভবনের এক পরিবারের তিন সদস্য , ঝাউতলার একে শামসুল হক রোডের একজন, শহরের শাকতলা, , উত্তর কালিয়াজুড়ির কোরের পাড়, ছোটরা, বিষ্ণপুরে, দক্ষিণ চর্থায় একজন করে করোনায় আক্রান্ত হয়েছেন।

 সদর হাসপাতালের পরিচ্ছন্ন কর্মীর পর তার দুই সন্তান করোনায় আক্রান্ত হয়েছেন।

 সদর উপজেলার দৌলতপুরে আরো ৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

আজ রবিবার (২৪ মে) নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে কুমিল্লা সিটি করপোরেশনে ১১  জন, আদর্শ সদরে ৩  জন,লাকসামে ৩ জন, বুড়িচংয়ে ৮ জন,  বি পাড়ায় ২ জন, দেবিদ্বারে ৯ জন,  মেঘনায় ৮ জন,  দাউদকান্দিতে ৩ জন,  হোমনায় ১ জন, তিতাসে ২ জন, মুরাদনগরে ৮ জন, চান্দিনায় ২২ জন ও মনোহরগঞ্জে  ১ জন। এছাড়া আজ মারা গেছেন ১ জন। জেলায় এ পর্যন্ত মারা গেছেন মোট ২০ জন।

এ পর্যন্ত কুমিল্লায় সুস্থ্য হয়েছেন মোট ৯০ জন ।

জেলা সিভিল সার্জন অফিস বিকেলে এ বিষয়টি নিশ্চিত করেছেন।

কুমিল্লা সিভিল সার্জন কার্যালয় সূত্র মতে, কুমিল্লার উপজেলা ওয়ারী আক্রান্ত সংখ্যা কুমিল্লা নগরীতে ৫২ জন, সদরে ৩২ জন, তিতাসে ১৭ জন, দাউদকান্দিতে ১৯ জন, বুড়িচংয়ে ২৫ জন, চান্দিনায় ৫২ জন, দেবিদ্বারে ১৩০ জন, মেঘনায় ১০ জন, বরুড়ায় ১১ জন, ব্রাহ্মণপাড়ায় ১৪ জন, সদর দক্ষিণে ১৭ জন, চৌদ্দগ্রামে ৪ জন ,মনোহরগঞ্জে ১০  জন, মুরাদনগরে ১১৮ জন, হোমনায় ৫ জন, নাঙ্গলকোটে ৪৬ জন, লালমাইয়ে ৪ জন ও লাকসামে ৩৬ জনসহ ক‌রোনা ভাইরা‌সে আক্রান্ত মোট ৬০৭  জন।

আর পড়তে পারেন