বুধবার, ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কুমিল্লা সদর দক্ষিণে দুই দিনে ২৬ জন করোনায় আক্রান্ত

আজকের কুমিল্লা ডট কম :
জুন ২৯, ২০২০
news-image

রকিবুল হাসান রকি :
কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় গত ৪৮ ঘন্টায় রেকর্ডসংখ্যক ২৬ জন করোনায় আক্রান্ত হয়েছে। এ নিয়ে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০৭ জনে।

জানা যায়, সোমবার (২৯ জুন) আক্রান্ত হয়েছে ৫ জন এরা হলেন, পূর্ব জোর কানন ইউনিয়নের মথুরাপুর ১ জন,চৌয়ারা ইউনিয়নের গজারিয়া ১জন, পশ্চিম জোরকানন ইউনিয়নের সুবর্ণপুর ২জন, বারপাড়া ইউনিয়নের বিজয়পুরে ১জন। এছাড়া রবিবার (২৮ জুন) আক্রান্ত হয়েছে আরো ২১ জন। আক্রান্তরা হলেন শাকতলা র‍্যাব অফিসে ২ জন,চৌয়ারা ইউনিয়নের দক্ষিণ রামপুর ১জন এবং শ্রীমন্তপুর ১ জন, গলিয়ারা ইউনিয়নের বালুচর ২ জন, মোহাম্মাদ পুর ১ জন, কৃষ্ণ পুর ১ জন, কালির বাজার ১ জন এবং একবালিয়া ১ জন, বিজয়পুর ইউনিয়নের গাবতলী ১জন,উপজেলা পরিষদে ১জন, কোটবাড়ি পুলিশ ফাঁড়ির ১ জন, বটগ্রাম ১জন,বারপাড়ার ইউনিয়নের বিজয়পুর ১জন,এবং আলেকদিয়া ১ জন, শাওড়াতুলী ১ জন,পল্লী বিদ্যুৎ অফিসে ১ জন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন,পূর্ব জোরকানন ইউনিয়নের লালবাগ ১ জন।

সদর দক্ষিণ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আশরাফুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

সদর দক্ষিণে এখন পযন্ত ৬৪৩ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। রিপোট এসেছে ৫৮২ জনের। এখন পযন্ত করোনায় মোট আক্রান্ত ১০৭ জন। সুস্থ হয়েছে আজ নতুন ৬ জন সহ ৪৭ জন।

আর পড়তে পারেন