বৃহস্পতিবার, ৯ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

কুমিল্লা সদর দক্ষিণে ভেজাল সার জব্দ ও অর্থদণ্ড

আজকের কুমিল্লা ডট কম :
অক্টোবর ৮, ২০২৫
news-image

শাহ ফয়সাল কারীম:

কুমিল্লায় সদর দক্ষিণ উপজেলার পদুয়া বাজারে ভেজাল সার সংরক্ষণ ও বিক্রির অভিযোগে ‘আয়েশা ট্রেডার্স’ নামের একটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা এবং ১৯ বস্তা (৯৫০ কেজি) ভেজাল সার জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (৮ অক্টোবর) দুপুরে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সজীব তালুকদার এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা জোনায়েদ কবীর খান উপস্থিত ছিলেন।

জানা গেছে, অভিযুক্ত প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে ভেজাল সার সংরক্ষণ ও বিক্রয়ের মাধ্যমে স্থানীয় কৃষকদের ক্ষতির মুখে ফেলছিল। এ অপরাধে সার ব্যবস্থাপনা আইন, ২০০৬ অনুযায়ী এক মামলায় প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং জব্দ করা হয় ১৯ বস্তা ভেজাল সার।

এ প্রসঙ্গে নির্বাহী ম্যাজিস্ট্রেট সজীব তালুকদার বলেন- “কৃষকদের স্বার্থ রক্ষায় এবং বাজারে ভেজাল প্রতিরোধে নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করা হবে।

আর পড়তে পারেন